চাকরির জন্য তৃণমূল নেত্রীকে টাকা দিয়ে প্রতারিত চাষী
তৃণমুলের রাজ্যের নেতারা চাকরি বিকির করে কোটি টাকা কামালে খানাকুলের তৃণমূল নেত্রী কি দোষ করলেন?
পার্থ মানিক কুন্তল শান্তনুরা কোটিতে খেলেছেন। খানাকুল এক নম্বর পঞ্চায়েতের শিশু ও নারী কর্মাধ্যক্ষ জিয়ামুন্নেসা দরগাই নামে ওই নেত্রী চাকরি বিক্রি করে প্রায় ৬ লক্ষ টাকা নিতে পারেন নয়া?
গোবিন্দপুর গ্রামের আনাজ চাষি ব্রজমোহন আদকের ছেলের রাজ্য সরকারের ‘গ্রুপ-সি’ পদে চাকরির জন্য জিয়ামুন্নেসা দরগাই নামে ওই তৃণমূল নেত্রীকে টাকা ২০১৮ সালে ৫লক্ষ৮০হাজার টাকা দিয়েছিলেন বলে অভিযোগ। তিনি তখন খানাকুল-১ পঞ্চায়েত সমিতির শিশু ও নারী উন্নয়ন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। ৫ বছর কেটে গেলেও ছেলের চাকরি হয়নি। চেয়েও টাকা ফেরত পাননি। সম্প্রতি এসডিপিও আরামবাগ অভিষেক মণ্ডলের কাছে অভিযোগ করেন।
এখন জিয়ামুন্নেসা দরগাই তাঁকে ভুয়ো কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। অভিযোগ প্রতারিতের পরিবারের। জিয়ামুন্নেসার বাড়ি কায়বা এলাকায়। তিনি বাড়ির কাছে আটঘড়া শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষিকাও। ওই কেন্দ্রে মিড-ডে মিলের সবজি, কাঁচা আনাজ সরবরাহ করার সূত্রেই তাঁর সঙ্গে ব্রজমোহনের আলাপ হয়। নেত্রীর দাবি, তিনি টাকা নিয়েছেন সেটা প্রমাণ করুক অভিযোগকারীরা।
বিপদ এখানেই। গরীব আনাজ চাষী জমি বেচে যোগাড় করেছিলেন টাকা। তুলে দিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেত্রী ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের হাতে। চাকরি মেলেনি। টাকাও মেলেনি। এখন টাকা চাইলে জুটছে হুমকি।
Tags:
SSC recruitment scam
Madhyom
tmc
Bengali news
Recruitment
tmc leader
Recruitment scam
recruitment scam news
Bangal News
west bengal recruitment scam
recruitment scam update
recruitment scam news update
recruitment scam latest news
khanakul
recruitment scam latest update
municipality recruitment scam
kmc recruitment scam
cheat
poor farmer cheated
farmer cheated
cheated farmer
cheats
cheated
leader tmc
tmc leader cheated farmer
tmc leader on recruitment scam
tmc leader involed in recruitment scam
tmc leader taking mony for recruitment
farmer giving money to tmc leader