শিক্ষকরা চাকরির দাবিতে অবস্থানে রাস্তায়, অর্থমন্ত্রী ধুনুচি নাচে
এক মাস আগে থেকেই উৎসবের শুরু। ভরা ভাদুরে গরমে শারদীয়ার গান গেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গতকালই রঙে রঙে রঙিন ছিল কলকাতা। হাফ ছুটি স্কুল-কলেজ গুলোতে। এমনকি অফিসেও। বিশাল মঞ্চ সাজিয়ে ইউনেস্কোর স্বীকৃতির জয়ধ্বনি।
অর্থমন্ত্রী ধুনুচি নাচছেন আর ঠিক তাঁর অদূরে গান্ধী মূর্তির পায়ের কাছে বসে এসএসসির পরীক্ষা সফল হবু শিক্ষকরা। পয়লা সেপ্টেম্বর ৫৩৬ দিন তম দিন ছিল। আর আজ
হবু শিক্ষকদের দাবি, উৎসব তো সকলের তাহলে তাঁদের ঘর অন্ধকার থাকবে কেন? কেন কিছু জোচ্চর ঘুষের টাকায় লুটে নেবে চাকরি। আর তাঁদের সাহায্য করবে রাজ্যের মন্ত্রী-নেতা সাংসদ বিধায়করা?
গতকাল মুখ্যমন্ত্রীর কথায় সুরে বাঁধা গানে পুজোর নাচ পরিবেশন করেছেন বিশিষ্ট শিল্পীরা। আর রাস্তায় উৎসবের মিছিলে ধুনুচি নিয়ে নাচ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী নেচেছেন আর রাস্তায় নতুন করে, ন্যায্য নিয়োগের দাবিতে পথে বসেছেন মাদ্রাসার হবু শিক্ষকরা। বিধাননগরে। তাঁরাও এক নতুন মিউজিক শুনিয়েছেন উৎসবের বাংলাকে। সেই সুরে রয়েছে প্রতারিত হওয়ার রাগ। যোগ্যতা প্রমাণ করা সত্ত্বেও চাকরি না পাওয়া। তাঁদের প্রাপ্য চাকরি বিক্রি হয়ে যাওয়া।
রাজ্যের মুখ্যমন্ত্রীর উৎসব শুরু হয়ে গেছে। অর্থমন্ত্রী রাস্তায় ধুনুচি নৃত্য করছেন, আর বাংলার পরীক্ষা পাশ ইন্টারভিউ পাশ হবু শিক্ষকরা রাস্তায় বসে। সরকারি কর্মচারিদের ডিএ বাকি ৩১ শতাংশ। ২০২১ সাল মাস থেকে পেনশন পাচ্ছেন না কলকাতা কর্পোরেশনের কর্মচারিরা। কারণ সরকারের অর্থ সংকট। আর মাত্র ৩ কিলোমিটার পদযাত্রায় আড়াই কোটি খরচ করেছেন মুখ্যমন্ত্রী। শুধু যে কৃতিত্ব তাঁর নয় তাঁর ভাগ নিতে। অর্থমন্ত্রী ধুনুচি নেচেছেন। আর বাংলার হবু শিক্ষকরা চাকরির দাবিতে রাস্তায় অবস্থানে। যাদের চাকরি বেচে লাল হয়ে গেছে শাসক দল তৃণমূল। এভাবেই উৎসব আসছে বাংলায়।
Tags:
bjp
West Bengal news
Madhyom
tmc
Suvendu Adhikari
Dilip Ghosh
West Bengal
bangla news
Bengali news
sukanta majumder
teachers
Recruitment scam
teacher recruitment scam in west bengal
teachers protest
recruitment scam in west bengal
teacher recruitment in west bengal
Durga Puja Rally
Chandrima Bhattacharya
SSC teachers protest
WB Finance Minister
Madrasa Teacher Protest
teachers protest in west bengal
west bengal teachers protest
teachers strike in west bengal
west bengal primary teachers
primary teachers' protest in bengal