নিয়োগ দুর্নীতিতে এবার তৃণমূল বিধায়কের নাম!
নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়ালো বিধায়কের। সঙ্গে জড়ালো মুখ্যমন্ত্রী আর তার ভাইপোর নাম।
ঘটনা পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরের। অভিযোগ তৃণমূলের বিধায়ক ছাড় দেয়নি তৃণমূলের স্থানীয় নেতাকেও।
পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সদস্য আরেক তৃণমূল নেতা নুরুল হাসান, এই গোটা বিষয়টি, ফেসবুকে পোস্ট করার পর, সরগরম বর্ধমান। কি লেখা আছে ঐ পোস্টে। দেখুন।
প্রতারিতের কাকা লিখছেন চিঠি;
এরপর মুখ খোলেন প্রতারিত যুবক। সেটা ২০১৫ সাল। শিক্ষকতার চাকরি দেওয়ার নাম করে, ডানা মেলছে তৃণমূলের দুর্নীতি। হাটগোবিন্দপুরের তৃণমূল নেতা কপিলদেব সেনের কাছ থেকে প্রাথমিকে চাকরি দেওয়া হবে বলে আড়াই লক্ষ টাকা নিয়েছিলেন নিশীথ মালিক। কি বলেছেন বিধায়ক, নিজেই শুনুন।
নাহ চাকরি হয়নি। এমনকি মার্কশিট, আধার কার্ড, এডমিট কার্ড কিছুই ফেরত পাননি কপিলদেব সেন। ২০১৫ থেকে বাইশ। সাত বছর কেটে গেছে কেউ কথা রাখেনি। অভিযোগ বিধায়ককে জিজ্ঞাসা করলেই বলছেন, সব কলকাতায় রাখা আছে। ভাইপোর কাছে।
যদিও টেলিফোনে পুরো বিষতাই অস্বীকার করেন, বিধায়ক
"মিথ্যা অভিযোগ। কারণ ২০১৬ সালে বিধায়ক নির্বাচিত হয়েছি। উচ্চ নেতৃত্বকে জানাবো। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবো।"
ঘটনা অস্বীকার করেছেন তৃণমুলের জেলা মুখপাত্র নিজেও।
জেলা বিজিপির দাবি যে অভিযোগ এতদিন বিজেপি আর বিরোধীরা করত এখন সেই অভিযোগ তৃণমূলের ভিতর থেকে আসছে।
রাজনৈতিক চাপান উতোর চলবেই। এবার সেই কপিলদেবের বাড়ির ছবি। হতদরিদ্র পরিবার। লেখাপড়া শিখেও কাজের সংস্থান করতে পারেনি। দলের নেতাকে বিশ্বাস করে ঠকেছেন। তিনি এখন তাকে চিনতে পারেন না। যিনি আটকে রেখেছেন তার পরীক্ষা পাশের যাবতীয় শংসাপত্র। অসহায় কপিলদেব। হতাশ তার ফেসবুকের পোশটেই প্রকাশ তার মানসিক অবস্থার কতটা খারাপ।
এবার খারাপ কিছু ঘটলে দায়ী হবে কে বা কারা। বিধায়ক আর তার দল তৃণমূল দায় নেবেন তো?
Tags:
SSC recruitment scam
Madhyom
tmc
bangla news
Bengali news
mla
Recruitment
SSC Recruitment
Teacher Recruitment
Teacher Recruitment scam
TMC MLA
tmc news
Recruitment scam
bengal teacher recruitment scam
Bengal Recruitment scam
recruitment scam in west bengal
school recruitment scam
ssc teacher recruitment scam
online recruitment scam
tmc mla in recruitment scam
recruitment scam tmc mla
scam tmc mla
tmc mla nishith malik
tmc mla burdwan north
burdwan north tmc mla