WhatsApp_Image_2022-12-03_at_2126.25_(1)
মুখটা চিনতে পারছেন? নাম ববিতা সরকার। এবার মনে পড়েছে তো?
হ্যাঁ ইনিই সেই ববিতা সরকার। তৃণমূল সরকারের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আদালতে জয়ী। মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও ববিতাকে বঞ্চিত করে প্রভাব খাটিয়ে ববিতার জায়গায় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী ইন্দিরা গার্লস হাই স্কুলে নিয়োগ হয়। মামলায় জিতে ববিতা সরকার ফিরে পেয়েছিলেন চাকরি।
দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি কেনা অঙ্কিতা অধিকারীর চাকরি গেছিল। আদালতের নির্দেশে ফেরত দিতে হয়েছিল দু বছরের অন্যায্য বেতন। কে এই অঙ্কিতা অধিকারী? অঙ্কিতা অধিকারী হলেন রাজ্যের মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যা।
দুর্নীতিগ্রস্থ তৃণমূল মন্ত্রী। নিজের প্রভাব খাটিয়ে নিজের মেয়ের চাকরি করে দিয়েছিলেন। অনৈতিক এবং বেআইনি ভাবে। আদালতে তা প্রমাণিত। এখন তার বদলা হচ্ছে।
বাইটঃ ববিতা সরকার, মেধা তালিকায় থাকা সফল শিক্ষিকা (একদিন বাড়ি ওয়ালা ৭ দিনের নোটিশে বাড়ি ছেড়ে দিতে বলেন।)
শিলিগুড়ির মেয়ে। স্কুল মেখলিগঞ্জে। নিত্যদিন যাতায়াত সম্ভব নয়। তাই বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন এতদিন। আচমকাই শুরু হয়েছে বদলার রাজনীতি।
বাইটঃ ববিতা সরকার, মেধা তালিকায় থাকা সফল শিক্ষিকা (আরও কয়েকটি বাড়িতে কথা বলে বাড়ি ভাড়ার জোন্য যোগাযোগ করার পর তারা রাজি হয়েও বাড়ি ভাড়া দেবেনা জানিয়ে দেয়।)
হঠাত এমন আচরণ কেন মেখলিগঞ্জের বাড়িওয়ালাদের? ববিতার অভিযোগ তার আশঙ্কা শাসক দলের হুঁশিয়ারি।
বাইটঃ ববিতা সরকার, মেধা তালিকায় থাকা সফল শিক্ষিকা
মেখলিগঞ্জেই বাস প্রাক্তন মন্ত্রী পরেশ্চন্দ্র অধিকারীর। তার এলাকায় থেকে তার সঙ্গে বিবাদ? তাই ঘর মিলবে না। বাড়ি ভাড়া মিলবে না। এটাই এখন অলিখিত নিয়ম। প্রাক্তন মন্ত্রী যদিও এই বিষয়ে কিছুই বলতে চাননি। যদিও নিজস্ব বৃত্তে জানিয়েছেন, তিনি নাকি কিছুই জানেন না। একদম ইনোসেন্ট।
এই মুখটাও চিনে রাখুন। যিনি বামফ্রন্টের ফরোয়ার্ড ব্লকের মন্ত্রী থাকাকালীন নিজের পরিবারের লোকেদের চাকরি করে দিয়েছিলেন। দলবদলে তৃণমূল সরকারের মন্ত্রী হওয়ার পর কার্যত বেপরোয়া হয়ে ওঠেন তিনি। মেখলিগঞ্জ ঠাট্টা করে বলে মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর পরিবারের পোষা বেড়ালটাও নাকি সুযোগ পেলে সরকারি চাকরি করতে যেত।
দুটি মুখ একটা লড়াইয়ের। আর একটি প্রতারণার। আপাতত নিজের এক বন্ধুর বাড়িতেই থেকে স্কুল করছেন ববিতা সরকার। দেখা যাক কদ্দিন লড়াই চলে। প্রতারক বনাম লড়াইয়ের।
Tags:
SSC recruitment scam
Madhyom
bangla news
Bengali news
House
Recruitment
Teacher Recruitment scam
teacher
Babita Sarkar
Recruitment scam
Bengal Recruitment scam
recruitment scam in west bengal
school recruitment scam
teacher recruitment in west bengal
House Rent
recruitment scam news
babita sarkar news
babita
babita sarkar teacher
mekhliganj
rent
babita teacher
teacher babita
teacher recriutment scam
mekhliganj school
rent a house
house rent in mekhliganj
mekhliganj school teacher
school teacher babita
babita on house rent