৩৬০০০ অযোগ্যর চাকরি নিয়ে সওয়াল কেন মুখ্যমন্ত্রীর?
১৫ মে ২০২৩, নবান্ন
নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ৩৬হাজার চাকরি বাতিলের নির্দেশ নিয়ে এবার ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য সরকার।
আজ ডিভিশন বেঞ্চেও প্রশ্নের মুখে পড়েন রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের আইনজীবীর কাছে ডিভিশন বেঞ্চ জানতে যায়, একই প্রশ্ন তুলল অ্যাপ্টিটিউড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আসতে ক্ষতি কি?
কিন্তু তাঁর আগে চলুন আরেকবার শুনেনি, ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী।
কিন্তু মুখ্যমন্ত্রী একবারও বললেন না, সিঙ্গল বেঞ্চের অর্ডাবে একবারও বলা হয়নি,
যাদের চাকরি বাতিল হচ্ছে তারা সবাই অযোগ্য একথা অর্ডারেও বলা হয়নি।
যাদের চাকরি বাতিল হয়েছে তারা সবাই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এটাও কেউ বলেনি।।
প্রশ্ন হল তাহলে বাতিল হল কেন?
চাকরি বাতিলের কারণ
Aptitude Test হয়নি অথচ নম্বর দেওয়া হয়েছে, প্রার্থীদের
Reservation Roster মানা হয়নি, প্রার্থীদের
Recruitment Rules 2016 মানা হয়নি প্রার্থীদের তাহলে হাইকোর্টের রায়ে কি বলা হয়েছে?
যে ৩৬০০০ চাকরি বাতিল হল, তারা সবাই সুযোগ পাবেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় এবং তাদের সাথেই সুযোগ পাবেন অন্যান্যরা যারা ন্যায্য চাকরি পায়নি
ট্রেনিং যারা করেছেন তাদেরকেও এই নিয়োগ প্রক্রিয়ায় নন-ট্রেইন্ড হিসাবেই ধরা হবে
ভাইভা আর অ্যাপ্টিটিউড টেস্ট পুরোটা ভিডিওগ্রাফি করতে হবে
যারা বাদ গেলেন তারাও এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন
বাতিল চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় যদি উত্তীর্ণ হন তাহলে তাদের সার্ভিস ব্রেক পর্যন্ত হবে না কিন্তু অনুতীর্ন হলে হলে চাকরিটা যাবে
এই মামলার আইনজীবী ছিলেন, বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি। তিনি জানিয়েছেন,
২০১৬ র নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগের দিন পর্যন্ত যারা অপ্রশিক্ষিত ছিলেন তারাও এই প্রক্রিয়ায় সুযোগ পাবেন
এজ-বার থাকবে না সেই সকল পরীক্ষার্থীদের জন্য
রিজার্ভেশন রোস্টার মেনে প্যানেল তৈরি হলে অনেক যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন।
তৃণমূল নেতাদের সুপারিশ পাওয়া প্রার্থীদের ভাইভা অ্যাপ্টিটিউড টেস্টের নম্বর বাড়ানো হয়েছে। সেগুলো আর থাকবে না
যাদের চাকরি বাদ গেল তাদের মধ্যে অনেক জন আবার চাকরি ফিরে পাবেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সব জানেন না তা নয়, তিনি প্রশ্ন তুলছেন ৩৬হাজারের চাকরি গেলে পরিবারগুলোর চলবে কি করে?
কিন্তু যারা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিয়েই ভাইভা অ্যাপটিটিউড টেস্ট না দিয়েই চাকরি পেল কি করে? এদের থেকে যোগ্য যারা রাস্তায় বসে আছে তাদের নিয়ে কোন সময় চিন্তা করেছেন কি? যারা যোগ্য হয়েও বঞ্চিত হয়ে আছে এত বছর তাদের নিয়ে ভেবেছেন কি? ১২৪০০ tet পাশ করেছিল, তাঁরা রাস্তায় বসে নিয়োগ পাওয়ার দাবিতে। তাদের কথা কি একবারও ভেবেছেন মুখ্যমন্ত্রী?
Tags:
Mamata Banerjee
CM Mamata
Madhyom
CM Mamata Banerjee
Mamata
bangla news
Bengali news
Recruitment
Teacher Recruitment scam
mamata banerjee news
Recruitment scam
recruitment scam news
west bengal recruitment scam
chief minister mamata banerjee
recruitment scam update
recruitment scam latest news
mamata banerjee today news
ineligible
ineligible list
why 36000 ineligible
36000 ineligible lists
ineligible jobs
ineligible candidate list
36000 jobs