img

Follow us on

Sunday, Jan 19, 2025

Recruitment Scam: কেন বাতিল হল মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির চাকরি?

কেন বাতিল হল মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির চাকরি?

  2023-03-11 21:57:16

নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়ালো মুখ্যমন্ত্রীর পরিবারের। বাতিল চাকরির তালিকায় নাম খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির।

মুখ্যমন্ত্রীর মামার বাড়ি রামপুরহাট থানার কুসুম্বা গ্রামে। তার মামা নীহার মুখোপাধ্যায় এর মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের নাম গ্রুপ সি-র তালিকায়। বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ না এলে হয়তো আড়ালেই থেকে যেত এই নাম। যদিও এখন, নীহারবাবু নিজেও স্বীকার করলেন তাঁর মেয়ে চাকরি পেয়েছিল। যদিও তাঁর দাবি নিজের যোগ্যতাতেই পেয়েছিলেন করণিকের  চাকরি। বীরভূমের বোলপুর উচ্চ বিদ্যালয়ে।

বোলপুর উচ্চবিদ্যালয়ে পক্ষ থেকেও কেউ দায়িত্ব নিচ্ছেন না। নেবেনই বা কি করে? জানাচ্ছেন,বৃষ্টি মুখোপাধ্যায় চাকরিতে যোগদান করেছিলেন। তারপর নিজের অসুবিধা দেখিয়েই একদিন আসা বন্ধ করে দেন।

এখানেই শেষ নয়,স্কুলের গ্রুপ সি পদে চাকরি বাতিলের তালিকায় রয়েছে ডায়মণ্ডহারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ,ডায়মণ্ডহারবার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সাহার নামও। ইনি নাকি লিখিত পরীক্ষা না দিয়েই শুধু ভাইভাতেই নাকি বাজিমাত করেছিলেন

একদিকে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যা বৃষ্টি মুখোপাধ্যায় যেমন বেআইনি ভাবে চাকরি পেয়েছেন, তেমনই ওএমআর শিট জালিয়ালি করে চাকরি জুটিয়েছেন সাংসদ ভাইপোর ছায়া সঙ্গী অমিত সাহাও। এই দুটি নামই যথেষ্ট কিভাবে চাকরি জুটিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছের লোকজন। পরিবারের লোকজন।

এবার চলুন হুগলির বলাগরে। যেখানে শান্তনু বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সদস্য আর কুন্তল ঘোষ যেখানকার তৃণমূলের যুবনেতা। মিল একটাই দুজনেই চাকরি বিক্রির এজেন্ট হিসেবে কাজ করেছেন। চাকরির রেট ঠিক করতেন। প্রাইমারির শিক্ষকের রেট, মাধ্যমিকের শিক্ষকের রেট, উচ্চমাধ্যমিকের শিক্ষকের রেট। স্কুলের করণিকের রেট ঠিক করতেন, সেই জেলা পরিষদের আরেক সদস্যের চাকরি গেছে। নাম টুম্পা মেটে বাকুলি। বাড়ি রিষড়ার বামুনারী এলাকায়। ২০১৮ সালে টুম্পা চাকরি পান শ্রীরামপুর নেতাজী বয়েজ স্কুলে।
 
হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি পদের চাকরি খোয়ান হগলি জেলা পরিষদের তৃনমূল সদস্য। টুম্পার স্বামী মৃত্যুঞ্জয় মেটে তৃণমূল নেতা। বর্তমানে রিষড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য।

দুজনেরই দাবি টুম্পা সৎ কোথাও টাকা দেননি। বা প্যাকেট দেননি। হয়তো দেননি। হয়তো দিয়েছেন। আদালতে তাঁর প্রমাণ হবে। হয়তো ফেরত দিতে হবে ৫ বছরের বেতনও। তারপর হয়তো জানা যাবে কাকে কোথায় কি ভেট চড়িয়েছিলেন টুম্পা মেটে। 

 

Tags:

Mamata Banerjee

CM Mamata

Madhyom

SSC

CM Mamata Banerjee

Mamata

bangla news

Bengali news

Recruitment

mamata banerjee news

Recruitment scam

mamta banerjee

high court order

recruitment scam news

west bengal recruitment scam

birbhum recruitment scam

recruitment scam update

recruitment scam news update

recruitment scam latest news

recruitment scam latest update

group c recruitment scam

middle man in recruitment scam

cm mamata banerjee niece

cm niece's recruitment

recruitment cancelled

court order

group c recruitment cancelled

rampurhat gr c recruitment


আরও খবর


ছবিতে খবর