img

Follow us on

Sunday, Jan 19, 2025

Rudranil: রুদ্র 'তাপে' তড়িঘড়ি পোস্ট মুছল রাজ্য পুলিশ 

রাজ্য পুলিশের পোস্টারে নেশারু রুদ্রনীল

  2022-06-23 23:09:05

রুদ্রনীলের পোস্টের পর সন্ধ্যায় তড়িঘড়ি পোস্ট সরিয়ে নিল রাজ্য পুলিশ।
এই পোস্ট ঘিরেই যত বিতর্ক। 
বাংলা ইংরাজি দুই ভাষাতেই এই ওয়েব পোস্টার করেছিল রাজ্য পুলিশের অ্যান্টি ড্রাগ সেল।
বক্তব্য বিষয় পরিষ্কার। ড্রাগ বা মাদক চক্র নিয়ে সচেতনতা বৃদ্ধি। 
একাজ প্রথম নয়। এর আগেও একাধিকবার কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের পক্ষ থেকে এমন ড্রাগ বিরোধী পোস্টার ওয়েব টিকার করা হয়েছে।
মাদক ও নেশায় আসক্তি থেকে বাঁচাতে। 
তবে এবার বিপদ এল অন্য জায়গা থেকে। অনুমতি না নিয়েই ব্যবহার করা হল অভিনেতা রুদ্রনীলের ছবি। 
শুধু তাই নয় এমন একটি চরিত্রকে বেছে নেওয়া হয় সে চরিত্র আর যাই হোক নেশাগ্রস্ত নয় বরং খ্যাপাটে ক্রিয়েটিভ। 
নিজের ফেসবুক পোস্টে বিস্তারিত জানিয়েছেন, রুদ্রনীল ঘোষ। 

 বিনা অনুমতিতে ছবি ব্যবহার করা হয়েছে।
 ছবিটি সৃজিত মুখার্জির ভিঞ্চিদা সিনেমার স্টিল
ওই সিনেমার জনপ্রিয় সংলাপ "ধরতে পারবেন না" ব্যবহার করা হয়েছে।
সরকারি প্রচারে তাঁর মত বিরোধী মুখ কেন?
তারপর অবশ্য নিজস্ব রুদ্রনীল স্টাইলে কটাক্ষ, 
তাহলে কি পুলিশের ব্যাক অফিস স্টাফের গণ্ডগোল
সে বেচারির চাকরি থাকবে তো?
বিরোধী পেটানো পুলিশ রিভোল্ট করছে না তো?
এবং শেষ মন্তব্য, কেউ যদি ভাবেন শাসক দলের টানার রাস্তা তৈরি করবেন তাহলে তাঁদের উদ্দেশে একটাই সংলাপঃ
"পেসেন্ট আইসিসিইউতে চলে গেলে কমলালেবু কিনে দিয়ে লাভ নেই"
এটা যেন কোন সিনেমার ডায়লগ। জানেন নাকি দর্শক...?

 

Tags:

 

State Police

Srijit Mukherjee

Rudranil Ghosh

Actor

Bengali Cinema

Anti-Drug Champaign

Vinchi Da


আরও খবর


ছবিতে খবর