img

Follow us on

Saturday, Jan 18, 2025

Mamata Banerjee: সাগরদিঘিতে সিঁদুরে মেঘ দেখছেন মমতা?

সাগরদিঘিতে সিঁদুরে মেঘ দেখছেন মমতা?

  2023-03-03 18:09:36

সাগরদিঘিতে কি সিঁদুরে মেঘ দেখছেন মমতা? ২০২১ এর পর এই প্রথম তাদের পরাজয়। তাও মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু এলাকায়। সাগরদিঘির ভরাডুবি তাই ভাবাচ্ছে শাসককে। ভাবাচ্ছে তৃণমূল নেত্রীকেও। তাই নবান্নে সাংবাদিক বৈঠকে তাঁর গলায় চাপা থাকেনি সেই আশঙ্কা। বিরোধী জোটকে তিনি আদর্শহীন জোট বলেছেন। বলেছেন সিপিএম-কংগ্রেসকে বিশ্বাস করা উচিত নয়। ২০২৪ এর ভোটে তিনি একা লড়বেন বলেও আগাম ঘোষণা করে দিয়েছেন তিনি। আর এসবের মধ্যেই প্রকাশ পাচ্ছে তাঁর সংখ্যালঘু ভোট হারানোর ভয়। বিরোধীদের দাবি, এতদিন যে ভোট শতাংশ নিজেদের ঝুলিতে নিশ্চিত বলে মনে করছিলেন তৃণমূল নেত্রী, তা এবার হাতছাড়া হতে শুরু হয়েছে।বিরোধী দাবি উড়িয়ে দিচ্ছেন মমতা। তবে তাঁর গলায় চাপা থাকছে না উদ্বেগ। তাই বলছেন, সংখ্যালঘুরাই ঠিক করবে, কাকে তারা ভোট দেবে। 

মুর্শিদাবাদের এই সাগরদিঘিতে সংখ্যালঘু ভোট প্রায় ৬৪ শতাংশ। তৃণমূল এবার সেখানে পেয়েছে ৩৫ শতাংশ ভোট। মানে ঝুলি থেকে বেরিয়ে গেছে ১৬ শতাংশ। এর পুরোটাই গেছে কংগ্রেসের ঝুলিতে। বিজেপির ভোটও গেছে বাম-কং প্রার্থীর হাতে। প্রায় দশ শতাংশ ভোট কমেছে গেরুয়া শিবিরে। তবে এখানে উল্লেখযোগ্য হল সংখ্যালঘু ভোট তৃণমূলের হাতছাড়া হওয়া। অনেকেই বলছেন, বগটুই কাণ্ডের পর শাসকের ওপর থেকে ভরসা নষ্ট হয়ে গেছে সংখ্যালঘুদের। তার ওপর আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে টানা জেলে ভরে রাখাও ভালো চোখে দেখেনি সংখ্যালঘুদের একাংশ। এর ওপর গত এক বছর ধরে একের পর এক শাসকের কেলেঙ্কারি যেভাবে সামনে এসেছে, তাও দাগ ফেলেছে ভোটারদের মনে। পাশাপাশি সাগরদিঘিতে তৃণমূলের হারের বড় কারণ হতে পারে বাম-কংগ্রেস জোটও। ২০২১ সালে এখানে একা লড়ে সিপিএম পেয়েছিল ৩৯,৩৮৫টি ভোট। কংগ্রেস পেয়েছিল ৩১,৯২০ ভোট। মানে দু দলের মোট ভোট যোগ করলে দাঁড়ায় ৭১ হাজারের বেশি। সেখানে ৪৪,৮১৭টি ভোট পেয়ে জিতেছিল তৃণমূল। তাই বাম-কং একযোগে লড়ায় তৃণমূলকে হারানো সহজ হয়েছে। সাগরিদিঘিতে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের জয় আর তৃণমূলের হারের পিছনে উঠে আসছে অন্তর্ঘাত তত্ত্বও। তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় কালীঘাটের ব্যানার্জি পরিবারের আত্মীয়। তাই এলাকায় দাপুটে। কলার উঁচিয়ে চলেন বলে এলাকায় কানাঘুষো। তাঁকে সহ্য করতে পারে না দলের লোকেরাই। তৃণমূলের একাংশের দাবি, এর চেয়ে গত তিনবারের জয়ী প্রয়াত সুব্রত সাহার স্ত্রীকে প্রার্থী করলে জিততে পারত দল।  সবমিলিয়ে গোটা পরিস্থিতি  চিন্তা বাড়াচ্ছে শাসকের। তাই সিঁদুরে মেঘ দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

Tags:

Mamata Banerjee

sagardighi murshidabad

sagardighi

Sagardighi by election

Sagardighi By Election 2023

sagardighi news today

sagardighi election

sagardighi news

sagardighi election news

sagardighi by election news

sagardighi election result

sagardighi news update

sagardighi byelection news

sagardighi bypoll news

Sagardighi blow to tmc

sagardighi congress win


আরও খবর


ছবিতে খবর