ইন্ডিয়া বুক অব রেকর্ডস জয়ী মুর্শিদাবাদের সম্রাট
দেশের সব চেয়ে ক্ষুদ্রতম গ্রিটিংস কার্ড। গ্রিটিংস কার্ডে দেশের পতাকা আঁকা। মাপ দুই সেন্টিমিটার বাই দেড় সেন্টিমিটার। ওপর-নীচ মিলিয়ে লেখা, আই লাভ মাই ইন্ডিয়া। এক ছোট্ট পরিসরে দেশভক্তির এমন নমুনা তুলে ধরেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলে নিয়েছে মুর্শিবাদাবাদের সম্রাট কর। সম্রাটদের বাড়ি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের হরপুর গ্রামে। ছোট থেকেই ছবি আঁকায় পারদর্শী সে। সেই পারদর্শীতাই তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। নিজের ভালো লাগা থেকেই এই ছোট্ট গ্রিটিংস কার্ড বানিয়ে সম্রাট পাঠিয়ে দিয়েছেল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের দফতরে। ১১ মে জানতে পারে তার সাফল্যের কথা। বাড়িতে এসে পৌঁছয় শংসাপত্র, মেডেল ও পেন।
ছোট থেকেই আঁকার হাত ভালো সম্রাটের। বহু পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। ছেলে বড় শিল্পী হয়ে নাম করুক, ছোট থেকেই তাই চাইতেন মা। বাবা অবশ্য প্রথমে চিন্তায় ছিলেন । তবে ছেলের সাফল্যে খুশি হয়ে এখন তিনিও পাশে দাঁড়িয়েছেন।
ঘরের ছেলের সাফল্যে খুশির ঝিলিক বাড়ির অন্য সকলের চোখে মুখেও।
এবছর ৪৫১ নম্বর নিয়ে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে সম্রাট। আর্টস নিয়ে ভর্তি হয়েছে খড়গ্রাম হাইস্কুলে। বাবা পেশায় চাষী। মা, বাবা, বোন নিয়ে চারজনের সংসার। আর সেখানেই এখ তৈরি হচ্ছে স্বপ্ন। খাতায় তুলির টান দিতে দিতেই সম্রাটের মনে উঁকি দিচ্ছে বড় শিল্পী হওয়ার।
#indiabookofrecords#westbengal#murshidabad
India Book of Records,West Bengal,Murshidabad, greetings card,I love my India at greetings card, minuature greetings card,