img

Follow us on

Thursday, Sep 19, 2024

Saraswati Puja: সরস্বতী পুজোর থিম 'শিক্ষায় দুর্নীতি'!

সরস্বতী পুজোর থিম 'শিক্ষায় দুর্নীতি'!

  2023-01-24 18:36:23

সরস্বতী পুজোয় মণ্ডপ জুড়ে অপা! হ্যাঁ, ঠিক ধরেছেন। পুজোর থিম, শিক্ষায় দুর্নীতি। একদিকে তুলে ধরা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতার কাহিনী। মাঝে দাঁড়িপাল্লায় বিদ্যার দেবী। ভারী হয়ে উঠেছে টাকার পাল্লা। ওপরে লেখা এখানে সুলভ মূল্যে ফেলু মাস্টারদের সরকারি শিক্ষক বানানো হয়। যোগাযোগের জন্য় দেওয়া হয়েছে অপা এডুকেশন সেন্টারের নম্বর। পাশেই তৈরি করা হয়েছে ধর্নামঞ্চ। সেখানে ধর্নায় বসেছেন যোগ্য প্রার্থীরা। সবই প্রতীকী। কিন্তু ভয়াবহ বাস্তব। শিক্ষকরা যেখানে চাকরির জন্য হন্যে হয়ে লড়ছেন, তখন সেই চাকরি বিক্রি করতে উঠেপড়ে নেমেছে শাসক দলের বিভিন্ন মহল। কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তে যে তথ্য সামনে উঠে এসেছে, যেভাবে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, তাই এবার সরস্বতী পুজোর থিম। খোদ কলকাতার বুকে নারকেলডাঙা এলাকায় এই পুজোর আয়োজন হয়েছে। আয়োজক শ্রী শ্রী সরস্বতী ও কালী মাতা মন্দির পরিষদ। অপা কাণ্ড সামনে এসেছিল গত বছর জুলাই মাসে। তারপর এই প্রথম সরস্বতী পুজো। আর সেখানেই থিম হয়ে উঠে আসছে রাজ্য সরকারের শিক্ষায় কেলেঙ্কারির ছবি। তবে এই পুজো শেষপর্যন্ত প্রশাসন করতে দেবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। 

এই পুজো আয়োজনের অন্যতম উদ্যোক্তা বিশ্বজিৎ সরকার। ইনি নির্বাচন পরবর্তী হিংসায় বলি হওয়া বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ভাই। ২০২১ সালের ২ মে ভোটের ফলপ্রকাশের পর খুন হন অভিজিৎ। শাসকের অত্যাচারের সেই ছবি দগদগ করছে বিশ্বজিতের মনে। ওই ঘটনার পর তারা দেখেছে রাজ্য জুড়ে কীভাবে সামনে এসেছে একের পর এক কেলেঙ্কারির ছবি। তাই এবারকার সরস্বতী পুজোয় শিক্ষায় কেলেঙ্কারিকে থিম করেই পুজো করতে নেমেছেন তাঁরা। 

Tags:

 

Saraswati Puja

saraswati puja 2023

saraswati puja school job scam

saraswati puja apa style

saraswati puja theme apa

saraswati pujo theme apa

Saraswati Puja theme scam

narkeldanga saraswati puja

biswajit sarkar saraswati puja

kali mata mandir parishad saraswati puja


আরও খবর


ছবিতে খবর