রাজ্যে আরও এক নিয়োগ দুর্নীতি?
এখন তাঁর আর কিছু বলার নেই। স্পষ্টই বলছেন সুবীরেশ ভট্টাচার্য (SUBIRESH BHATTACHARYA) । কে তিনি? তিনি স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রাক্তন চেয়ারম্যান। দায়িত্বে ছিলেন প্রায় চার বছর। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত। এসময়েই বেআইনি ভাবে শিক্ষক নিয়োগের ঘটনা ঘটে। পরীক্ষায় না বসেই টাকা দিয়ে চাকরি পেয়ে যায় অনেকে। সেই এসএসসি কাণ্ডের জেরা করতে গতকাল উত্তরবঙ্গে পৌঁছে যায় সিবিআই। বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের (University of North Bengal) উপাচার্য পদে সুবীরেশ। তাঁকে প্রায় ৯ ঘণ্টা ধরে জেরা চলে। সিল করে দেওয়া হয় তাঁর কলকাতার ফ্ল্যাট। এই খবর পাওয়ার পরই বিমানে চেপে আজ তিনি উড়ে আসেন কলকাতা। তবে ওই যে। তাঁকে রিপোর্টাররা যতই প্রশ্ন করুক না কেন, উত্তর এড়িয়ে যান তিনি। শেষে বলেন, তাঁর কিচ্ছু বলার নেই।
রিপোর্টারদের এড়িয়ে যাচ্ছেন প্রাক্তন চেয়ারম্যান। কিন্তু গতরাতেই দুর্নীতি মামলায় ধরা পড়েছে আর একজন। নাম প্রদীপ সিংহ। নিউটাউনের জিডি ব্লকের এই ২৫৩ নম্বর ঠিকানায় হানা দিয়ে প্রদীপ সিংহকে গ্রেফতার করে গোয়েন্দারা। তদন্তকারীদের দাবি, প্রদীপ মিডলম্যান হিসেবে কাজ করত। মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিত। আজ সকালেও সেখানে তল্লাশি চালায় সিবিআই। বিজেপি নেতা দিলীপ ঘোষের মতে, এই মিডলম্যানদের ধরতে পারলে পুরো ছবিটা পরিষ্কার হবে।
শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য জুড়ে যখন চরম চিন্তায় শাসক দল, তখন সামনে আসছে আর এক দুর্নীতি। এবার সমবায় ব্যাঙ্কে নিয়োগ মামলা। হাইকোর্টে দায়ের হওয়া মামলাটির আগামী সপ্তাহেই শুনানির সম্ভাবনা। অভিযোগ, সমবায় ব্যাঙ্কের ৫২টি পদে ১৩৪ জনকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে। নাম উঠছে মন্ত্রী অরূপ রায়ের। ফলে একের পর এক দুর্নীতি মামলায় তৃণমূল সরকারের মুখোশ যে খুলে পড়ছে, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে।
Tags:
Partha Chatterjee
Madhyom
bangla news
Bengali news
ssc scam
arup roy
subiresh bhattacharya
minister arup roy
wb scam
wb samabay bank
wb samabay bank recruitment 2021
wb cooperative bank recruitment
samabay bank scam
wb cooperative bank new vacancy 2021
cooperative bank scam
wb cooperative bank recruitment 02/2021
wb co-operative bank
teachers recruitement scam
former ssc chairman