সেলিম পন্ডিত, নিজের লেখা বই হাতে রামপুরহাটের ছাত্র
ঘরেতে অভাব অথচ দু’চোখে স্বপ্নের ছোঁয়া। মাটির দেওয়ালের গণ্ডিতে নিম্ন মধ্যবিত্ত গ্রামের ছেলের লেখা বই এখন দুনিয়া কাঁপাচ্ছে। বই লিখে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছেন রামপুরহাট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সেলিম পণ্ডিত।
মাত্র ২১ বছর বয়সে চার-চারটি বই লিখে শিরোনামে সেলিম পন্ডিত। মাতৃভাষা বাংলায় নয়, রীতিমত ইংরাজিতেই বাজিমাত। আপাতত রামপুরহাট কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বাবা ইয়াদুল পণ্ডিত। পেশায় কৃষক।
বীরভূমের নলহাটির লোহাপুরে জন্ম সেলিমের। পৈতৃক ভিটে মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের বেলাইপাড়া গ্রামে। ছোট থেকে সেখানেই বেড়ে ওঠা। পড়াশোনার সুবাদে ফের বীরভূমে। আপাতত বই লিখে গোটা বিশ্বের নজর কেড়েছেন সেলিম পণ্ডিত। ভারত ছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া অস্ট্রেলিয়া আমেরিকা সহ ইউরোপের বহু দেশে, ব্রিটেন ফ্রান্স ইতালিতে জনপ্রিয় সেলিমের বই। পাঠক গোগ্রাসে পড়ছে সেলিমের লেখা।
আপাতত তাঁর বই মিলছে আমাজন ফ্লিপকার্টে। ইতিমধ্যেই তাঁর লেখা, সোশ্যাল ডিস্ক্রিমিনেশন বইটি ইন্টারন্যাশনাল লাইব্রেরী ওয়ার্ল্ডক্যাট নামে একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। গরীব পরিবার, কৃষকের সন্তান, গ্রামের ছেলের কলমে বার বার উঠে এসেছে, সমাজে বৈষম্য দূরীকরণ, মানুষকে ভালবাসার কথা। বাংলার পাঠকদের একটাই জিজ্ঞাসা, কবে বাংলায় লিখবেন বাংলার কথা?