img

Follow us on

Saturday, Nov 23, 2024

MAMATA ON MOHAN BHAGWAT: মমতার নজরে মোহন ভাগবত

Mamata_on_Mohan_Bhagwat_1

  2022-05-18 16:53:30

পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) থেকেই আরএসএস (RSS) প্রধান মোহন ভগবতের (Mohan Bhagwat) উদ্দেশ্যে (নরমে গরমে) বার্তা মুখ্যমন্ত্রীর (WB Chief Minister)। মোহন ভাগবতের নিরাপত্তা সহ সমস্ত বিষয়কে সুনিশ্চিত করারও কথাও জানান। পাশাপাশি অশান্তি রুখতেও বার্তা মমতার (Mamata)। কেশিয়ারির আইসি'কে দিলেন প্রশাসনিক দায়িত্ব। সাংগঠনিক দায়িত্ব স্থানীয় বিধায়ককে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে নাকি আরএসএস-এর চিফ আসছেন৷ দেখে নেবেন, প্রশাসনের তরফে ওনাকে ফল, মিষ্টি পাঠাবেন৷ যাতে বুঝতে পারেন যে আমরা সবাইকে স্বাগত জানাই৷ ভাল করে নিরাপত্তার ব্যবস্থা করবেন। শুধু প্রশাসনিক ভাবে স্বাগত জানানোই নয়, বিষয়টির উপর নজর রাখারও নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)। পুলিশ প্রশাসনের পাশাপাশি কেশিয়ারি'র বিধায়ককে (MLA Keshiary) দায়িত্ব দেন। ভাগবতের সফরে নজর রাখতে। তিনি বলেন, "আবার বাড়াবাড়ি করো না, দেখো যেন দাঙ্গা না বাঁধায়৷'' ১৭ মে কেশিয়ারিতে পৌঁছানোর কথা আরএসএস প্রধানের (RSS Chief)। থাকবেন আগামী ২০ তারিখ পর্যন্ত। চারদিনের সফরে সাংগঠনিক বৈঠকে (Organisational Meeting) যোগ দেওয়ার কথা। এছাড়াও বেশ কিছু কর্মসূচি রয়েছে আরআরএস প্রধানের। আর এস এস প্রধানের সফর ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

Tags:

bjp

Mamata Banarjee

west midnapur

RSS

mohan bhagwat

WB chief minister

MLA keshiary

RSS Chief

Organisational Meeting


আরও খবর


ছবিতে খবর