img

Follow us on

Thursday, Nov 28, 2024

Bolpur: অপরাধ নয়, বিজেপিকে ঠেকানোই লক্ষ্য শাসকের?

অপরাধ নয়, বিজেপিকে ঠেকানোই লক্ষ্য় শাসকের?

  2022-09-22 14:59:40

ফের শিশু অপহরণ আর খুন। আর এনিয়েই এখন উত্তপ্ত রাজ্য রাজনীতি। আজই বোলপুরে গিয়ে মৃত শিশুর বাড়ির লোকের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কিন্তু তৃণমূলের নেতৃত্বে গ্রামবাসীদের একাংশ তাঁকে বাধা দেন। পুলিশও দর্শকের ভূমিকা পালন করে। প্রশাসনের ভূমিকায় তীব্র প্রতিবাদ করেন লকেট। 

 ক্ষুব্ধ লকেট সহ বিজেপি নেতারা এরপর থানার সামনে বসে প্রতিবাদ দেখান। পরে এসপির সঙ্গে যোগাযোগ করলেও কোনও সদুত্তর মেলেনি বলে জানান বিজেপি সাংসদ। 

বিজেপির প্রতিনিধি দল যখন পুলিশের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছে, তখনই বিধানসভার ভিতর বাগুইআটি থেকে শান্তিনিকেতনের ঘটনায় সোচ্চার হন বিজেপি বিধায়করা। স্পিকার নিরুত্তর থাকায় ওয়াকআউট করেন তাঁরা।  ঘটনার সিবিআই তদন্ত দাবি করেন শুভেন্দু অধিকারি। 

কিছুদিন আগেই বাগুইআটিতে দুই কিশোরকে অপহরণের পর খুনের ঘটনা ঘটেছে। দেহ মিলেছে দশ দিন পর। তখনও সময়ে ব্যবস্থা নেয়নি পুলিশ। এবার শান্তিনিকেতন কাণ্ডেও সেই ছবি। ফলে রাজ্যে একের পর এক শিশু ও কিশোর খুনের ঘটনায় পুলিশের অকর্মণ্যতা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকাতেও। 

 

Tags:

 

Shantiniketan tension

Locket heckled

Bolpur child murder update

Bolpur child murder

bjp at bolpur

bjp demand cbi

shantiniketan child murder

 bolpur tension

shibam thakur murder case

Suvendu Adhikary demands cbi


আরও খবর


ছবিতে খবর