পড়শির বাড়ির ছাদে নাবালকের দেহ
প্রায় ৫০ ঘন্টা নিখোঁজ থাকার পর বীরভূমে দেহ উদ্ধার এক নাবালকের। ঘটনা শান্তিনিকেতনের মোলডাঙা গ্রামের টালিপাড়া এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গত ১৮ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মুদির দোকানে গিয়ে গ্রামের রাস্তা থেকে নিখোঁজ হয় ওই নাবালক। ৫ বছর বয়সী মৃত নাবালকের নাম শিবম ঠাকুর।
ওই নাবালকের মৃত দেহ উদ্ধার হয় এলাকার একটি বাড়ি থেকে। তারপরই ক্ষিপ্ত এলাকাবাসী ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় ওই বাড়িতে। এলাকা জুড়ে মোতায়েন রয়েছে পুলিশ। তবে মৃতদেহ যে বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেই বাড়ির এক মহিলাকে গতকালই গ্রেফতার করেছে পুলিশ।
ওই গ্রাম-সহ আশেপাশের গ্রামে চিরুনি তল্লাশি চালানো হয়। রাতের দিকে পুলিশ কুকুর এনেও তদন্ত করা হয় ৷ কিন্তু ঘণ্টার পর ঘন্টা কেটে গেলেও কোনওরকম কিনারা করতে পারেনি বীরভূম পুলিশ। এমনকি কোনও সূত্রও খুঁজে পায়নি ।
এলাকাবাসীর বয়ান অনুযায়ী, আটক মহিলার বাড়ি থেকে আজ দুপুরে দুর্গন্ধ পায়,তারপরই পুলিশ নড়েচড়ে বসে। তল্লাশি চালানো হয় ওই বাড়িতে। বাড়ির ছাদ থেকেই নাবালকটির দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষুব্ধ গ্রামবাসীরা ৷ পুলিশকে ঘিরে ক্ষোভ প্রকাশও করেন গ্রামের লোকজন।