সিউড়িবাসীর স্বপ্ন সাকার, জগন্নাথ আনল নতুন ট্রেন
সিউড়ি জুড়ে আজ উৎসব। তাদের ৭৫ বছরের স্বপ্ন আজ পূরণ হল। এলাকাবাসী পেল তাদের কাজের ট্রেন। উদ্বোধন হল সিউড়ি-শিয়ালদা এক্সপ্রেসের। এই ট্রেনের জন্যই তো অপেক্ষা ছিল। কিন্তু স্বপ্নপূরণ হতে দেরি হচ্ছিল সিউড়ি বাসীর। তাই একক প্রচেষ্টায় ট্রেনের জন্য আসরে নামেন জগন্নাথ চট্টোপাধ্যায়। এবার সিউড়ি থেকে বিজেপি প্রার্থী ছিলেন তিনি। বিধানসভা ভোটে হারলেও এলাকার উন্নয়নের জন্য থেমে যাননি তিনি। বরং উদ্যোগী হয়ে কথা বলেছেন রেলমন্ত্রীর সঙ্গে। আশ্বাস নিয়ে তবে ফিরেছেন। সেই খবর আগে মাধ্যম আপনাদের দেখিয়েছে। অনেকেই তখন প্রশ্ন করেছিলেন, কবে হবে। আজ সেই সব প্রশ্নের উত্তর মিলল। সিউড়ির নাগরিক সমাজ তাই দুহাত তুলে আশির্বাদ করছে জগন্নাথকে। এদিন মেমু এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্রেনের উদ্বোধন উপলক্ষে সিউড়ি স্টেশন হাজির ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বীরভূম এগোবে জগন্নাথের মতো তরুণ নেতার হাত ধরে। প্রকৃত শান্তিনিকেতন তৈরি হবে এখানে। ভোর পাঁচটা কুড়িতে এই মেমু এক্সপ্রেস ছাড়বে সিউড়ি থেকে। ট্রেনটি দাঁড়াবে পাণ্ডবেশ্বর, অন্ডাল, দুর্গাপুর, পানাগড়, বর্ধমান, ব্যান্ডেল, নৈহাটিতে। শিয়ালদা পৌঁছবে সকাল ৯টা ৫৭ মিনিটে। ফলে অফিস যাত্রীদের বিরাট সুবিধা হবে। বিকেলে আবার শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়বে ৫টা ২৫ মিনিটে। সিউড়ি পৌঁছবে রাত ৯টা ৩২এ। ফলে ভোরে বাড়ি থেকে বেরিয়ে দিনের দিন কাজ সেরে আবার রাতের মধ্যে ঘরে ফেরার সুযোগ হাতের মুঠোয়। আর এই উদ্যোগ নেওয়ার জন্য ঘরের ছেলে জগন্নাথ চট্টোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এলাকাবাসী।
Tags:
bjp
Birbhum
Kolkata
Suvendu Adhikari
Indian Railway
Mamata
West Bengal
bangla news
Bengali news
Siuri New Train
siuri station
Siuri to Sealdah
Siuri Railway Siding
Deucha Panchami to Siuri Rail line
madhyom bangla
bangla khobor
bangla khabar
dilip ghosh. sukanta majumdar
Siuri Rail line
Suiri Kolkata Train
MEMU express
Siuri-Sealdah train flag off
Siuri to SLDH
Siuri Sealdah office time train
#Jagannath fan club
#Suvendu Fan club