ঘুম দিয়ে বাজিমাত, এক ঘুমেই লাখপতি
ঘুমিয়েই লাখপতি।
কিম্বা বলতে পারেন লেডি কুম্ভকর্ণ।
যদিও এ নামেও কন্যার কোন দুঃখ নেই। শ্রীরামপুরের ত্রিপর্ণা চক্রবর্তীর নিজের ঘুম নিয়ে নিজেই সোচ্চার।
তবে ঘুমের প্রতিযোগিতায় নাম লিখিয়ে যে এক্কেবারে চ্যাম্পিয়ন হয়ে যাবে এমনটা বোধহয় ভাবেননি কোনদিন। গল্পটা তাহলে পুরোটা শুনুন। সম্প্রতি একটি ম্যাট্রেস কোম্পানি এক অভিনব প্রতিযোগিতার আয়োজন করে। সেরা ঘুম কাতুরের সন্ধানে। দেশব্যাপী ঘুমানোর কম্পিটিশন। টানা ১০০ দিন ৯ ঘন্টা করে গভীর ঘুমে ঘুমিয়ে সেরা ঘুম কাতুরে উপাধি পেয়েছেন শ্রীরামপুরের ত্রিপর্না। সঙ্গে পেয়েছেন নগদ ছয় লক্ষ টাকার পুরস্কার। ঘুমিয়ে ঘুমিয়েই নেটিজেনদের চর্চার বিষয় হয়েছেন দেশের সেরা ঘুম কাতুরে ত্রিপর্ণা ।
১০০দিন ৯ম ঘন্টা করে ঘুম শুনে যারা ভাবছেন এ আর এমন কি? তাঁদের জন্য একটা ছোট্ট টিপস। ঐ ৯ ঘন্টাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে হবে প্রতিযোগীকে। কোন রকম স্লিপিং প্লিলস ছাড়াই। এবং রীতিমত প্রতি ঘুমের পর্যবেক্ষণ শেষে দেওয়া হবে নম্বর। সেই কাউন্টিং-এ ত্রিপর্নার ঘুমের স্কোর ১০০ এ ৯৫।
সেরা ঘুম কাতুরে উপাধি পেলেও মোটেই অলস কুঁড়ে নন ত্রিপর্ণা। রীতিমত এক বহুজাতিক কোম্পানিতে কর্মরত। সময়ের সঙ্গে দৌড়ে কাজ করার অভ্যাস। সময় মেনে লগ ইন লগ আউট। ফাঁকি দেওয়ার জো নেই। সঙ্গে ঘরের টুকটাক কাজকর্ম তো আছেই। সব মিটিয়ে তবেই ঘুমের অবসর। যদিও কাজের মাঝেই সামান্য পাওয়ার ন্যাপের অভ্যাস ত্রিপর্নার আছেই।
ফাইনালের সময় ঘুমের পর্যবেক্ষণ করার জন্য সংস্থার তরফ থেকে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছিল। ত্রিপর্না তাঁদের জানান, বর্তমানে তিনি একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত। তাই তার সব কাজই রাত জেগে। রাতে কাজ করার ফলে তাকে দিনে ঘুমাতে হতো। এই ১০০ দিন তার কাছে এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
স্বাভাবিক ভাবেই খুশি পরিবার। একজন মানুষের ৮ ঘন্টার সাউন্ড স্লিপই যথেষ্ট পরের ১৬ঘণ্টা ব্যস্ততার জন্য। সেখানে নিয়ম করে ৯ ঘণ্টার ঘুম সেশন ত্রিপর্ণার দাবি, এই ঘুমের চ্যালেঞ্জ তাঁকে আরও স্বাভাবিক জীবনের ছন্দে ফেরাতে সাহায্যত করল...
sleeping,competition,sleeping competition,competitive sleeping,triparna wins 5 lakhs in sleeping competition,sleeping stream,sleeping beauty,the sleeping contest!,sleeping pillow,sleeping beauties,sleeping challenge,cuddling couple sleeping,sleeping with the light on, srirampur, triparna chakrobarty, Lady Kumbhakana, Sleeping Competition Winner, Sleeping Millionaire, Award Winning Sleep, Bangla News, Bengali News, Madhyom,
Tags:
Madhyom
bangla news
Bengali news
sleeping
competition
sleeping competition
competitive sleeping
triparna wins 5 lakhs in sleeping competition
sleeping stream
sleeping beauty
the sleeping contest!
sleeping pillow
sleeping beauties
sleeping challenge
cuddling couple sleeping
sleeping with the light on
srirampur
triparna chakrobarty
Lady Kumbhakana
Sleeping Competition Winner
Sleeping Millionaire
Award Winning Sleep