আন্দোলনের ৮০০ বনাম কারাবাসের ৩০০, কোন ভূমিকায় মমতা?
দেখতে দেখতে পেরিয়ে গেল ৮০০ দিন (slst 800 days)। এখনও হকের চাকরির দাবিতে রাস্তায় আন্দোলনে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (ssc scam) নাজেহাল সরকার এখনও কোনও বিহিত করতে পারেনি এই সমস্যার। বরং আদালতের রায়ে চাকরি গেছে কয়েক হাজার স্কুল শিক্ষকের। অযোগ্য প্রার্থীদের চাকরির জন্যই খালি সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী (mamata banerjee)। যাঁরা রাস্তায় বসে আছেন, তাঁদের জন্য কোনও অনুকম্পাই ধরা পড়েনি তাঁর গলায়। তাই নিজেদের রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে এদিন চিঠি লেখেন চাকরি প্রার্থীরা। মুখে কালি মেখে জানান প্রতিবাদ।
চাকরিপ্রার্থীদের দিকে যেমন নজর নেই মুখ্যমন্ত্রীর, তেমনি তাঁর মুখে কথা নেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে। সোমবারই প্রাক্তন শিক্ষামন্ত্রীর কারাবাসের ৩০০ দিন (Partha Chatterjee 300 days jail) অতিক্রান্ত হয়েছে। পার্থ যতই দলকে আঁকড়ে থাকতে চান, তৃণমূল যে তাঁকে ঝেড়ে ফেলে দিয়েছে, তা দলের নেতারাই স্পষ্ট করে দিয়েছেন। সব বুঝে এবার পার্থ হস্তক্ষেপ চেয়েছেন বন্দি মুক্তি আন্দোলনকারীদের।
শিক্ষক নিয়োগ নিয়ে এত বড় কেলেঙ্কারি আগে দেখেনি বাংলা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গেই তাবড় তাবড় শিক্ষা আধিকারিকরা এরজন্য জেলে গেছেন। দুর্নীতি মামলায় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জেরা করেছে সিবিআই। ফের জেরা আটকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। তা নিয়ে চিন্তায় রয়েছেন মুখ্য়মন্ত্রী। কিন্তু যোগ্য চাকরিপ্রার্থীরা কেন রাস্তায় বসে আছেন, সেদিকে নজর নেই তাঁর। মুখ ফিরিয়ে রেখেছেন তিনি। যেমন মুখ ফিরিয়ে নিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর দিক থেকে। জনতা চাইছে, দুর্নীতির চূড়ায় যারা আছে, তাদের নাম জানতে। গোয়েন্দারাও সেই পথে এগোনোর চেষ্টা করছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর নীরবতা দেখে প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। সরকারের ভূমিকায় এদিন রাস্তায় নেমেছে বিজেপির শিক্ষা সেলও। শিক্ষকদের জন্য ডিএ সহ ৭ দফা দাবিতে এদিন বিকাশ ভবন অভিযান করে তারা। অভিযানকে ঘিরে উত্তেজনা ছড়ায় করুণাময়ীতে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়। সবমিলিয়ে, এদিনের আন্দোলনের নানা দিকই যেন বুঝিয়ে দিচ্ছে রাজ্যের পরিস্থিতি কোন দিকে। প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর ভূমিকায়।
Tags:
Partha Chatterjee
Mamata Banerjee
Madhyom
Education
CM Mamata Banerjee
bangla news
ssc scam
ssc scam news
bengal ssc scam
west bengal ssc scam
ssc scam west bengal
west bengal ssc teacher recruitment scam
west bengal ssc recruitment scam
slst
slst protest
slst agitation
bengal job scam
slst 800 days
wbssc slst recruitment scam
slst news today
wb slst news
slst protest news update
partha chatterjee 300 days jail
bengal education system