img

Follow us on

Monday, Sep 16, 2024

Mahesh Rath : স্নানযাত্রা থেকে রথযাত্রা, মাঝের ১৫ দিন কীভাবে থাকেন প্রভু জগন্নাথ ?

জগন্নাথ দেবের স্নানযাত্রায় মাহেশে লোকারণ্য

  2022-06-15 15:02:45

সামনেই রথ। তার আগে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা ঘিরে লোকে লোকারণ্য শ্রীরামপুরের মাহেশে। মঙ্গলবারই হয়ে গেল পবিত্র রথযাত্রার কাউন্টডাউন। দেড় মণ দুধ আর আঠাশ ঘড়া গঙ্গাজল দিয়ে স্নান করানো হল প্রভু জগন্নাথকে। এবার শ্রীরামপুর মাহেশের রথ ৬২৬ বছরে পড়লো। গত দু বছর করোনা আবহে মন্দির বন্ধ ছিল। তাই এবারে মহাপ্রভুর স্নান যাত্রা দর্শনে কাতারে কাতারে ভক্তবৃন্দ মন্দির প্রাঙ্গনে ভিড় করেন।  কথিত আছে  এদিন স্নান যাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে। তাই এদিনের পর ১৫ দিন মন্দির বন্ধ থাকবে। লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়বেন জগতের নাথ।এই সময় হয় অঙ্গরাগ।ভেষজ রঙ দিয়ে জগন্নাথ দেবকে রাঙানো হয়।গর্ভগৃহের দরজা বন্ধ থাকে।কবিরাজের পাঁচন খেয়ে জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব। আগামী ২৯ জুন এই নবযৌবন উৎসব হবে বলে জানিয়েছেন মাহেশ জগন্নাথ মন্দিরের প্রধান সেবাইত সৌমেন অধিকারী। এরপর ১ জুলাই শুভ রথযাত্রা অনুষ্ঠিত হবে।  পানিহাটিতে দন্ড মহোৎসবে দূর্ঘটনার পরিপ্রেক্ষিতে এবারে বেশ সতর্ক ছিল মাহেশ জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। প্রবল গরমে হাঁসফাঁসানি চলছে।এর মধ্যে স্নানযাত্রায় এসে কোনো ভক্ত অসুস্থ হয়ে পড়লে দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য মেডিকেল টিম হাজির ছিল।  ভিড় নিয়ন্ত্রণে স্নানপিড়ির মাঠে বাঁশের ব্যারিকেড করা হয় , ছিল  অ্যাম্বুলেন্স এবং দমকলও।


Tags:

Snana Yatra of Lord Jagannath

Mahesh Rath

Mahesh

Sreerampur

Hooghly Mahesh

Snana Purnima


আরও খবর


ছবিতে খবর