img

Follow us on

Saturday, Jan 18, 2025

Mat Weaving: মাদুর কীভাবে তৈরি হয় জানেন?

দক্ষিণ দিনাজপুরে তৈরি হচ্ছে মাদুর

  2023-03-01 18:58:42

গরম আসছে। অনেক বাড়িতেই এই গরমে মাদুর বিছিয়ে বসা, শোওয়ার চল আছে। কিন্তু কীভাবে মাদুর (Mat Weaving) তৈরি হয় জানেন? কোথায়ই বা তৈরি হয় এই মাদুর? সুলুকসন্ধান করল মাধ্যম। এটা দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বংশীহারি ব্লকের কুশহারী এলাকা। সেখানে পীরপুকুর গ্রামে বাস প্রায় শতাধিক পরিবারের। সকলেই এখানে বংশপরম্পরায় জড়িত মাদুর শিল্পের কাজে। বংশীহারির হরিরামপুর, কুশকারী, ধুমশা দীঘি সহ বিভিন্ন গ্রামেই এই মাদুর কাঠির চাষ হয়। চৈত্র মাসে জমিতে মাদুর কাঠির চাষ হয়। আশ্বিন কার্তিক মাসে এই কাঠি জমি থেকে কেটে বাড়িতে তোলা হয়। বছরে একবার বীজ বপন করলে তিন বছর আর তার দরকার হয় না। এই জমিতে চাষ করেই তৈরি হয় মাদুরকাঠি। তারপর তাঁতের মাকুর মতোই এখানেও বোনা হয় মাদুর। কিন্তু মাদুর তৈরি করে কতটা আয় হয়? কীভাবে চলে এই পরিবারগুলির? আমরা কথা বলেছিলাম মাদুর শিল্পী সুশীল দেবনাথের সঙ্গে।

তবে তাঁদের একটাই অভিযোগ। মাদুর শিল্পকে বাঁচিয়ে রাখতে কোনও নজরই নেই সরকারের। কোনও আর্থিক সাহায্যও মেলে না। শুধু দিন গুজরানের আশায় বংশ পরম্পরায় এই কাজ করে চলেছেন তাঁরা। তাঁদের হাতের ছোঁয়াতেই প্রাণ পাচ্ছে নানা ধরনের মাদুর। কাট ফাটা গরমে সেই মাদুরেই একটু আশ্রয় খুঁজছে মানুষ। চাইতে ঠান্ডা হতে। অপরের এই ভালো লাগাতেই বুঝি বাঁচার স্পন্দন খুঁজে পান দক্ষিণ দিনাজপুরের এই অংশের মাদুর শিল্পীরা।


 

Tags:

South Dinajpur

mat weaving

weaving

weaving mat

mat

star mat weaving

mat weaving star

grass mat weaving

mat weaving patterns

bamboo mat weaving

weaving straw mat

the art of mat weaving

weaving mat making

coconut leaf mat weaving

paper mat weaving patterns

sleeping mat weaving process

south dinajpur news

dakshin dinajpur weaving artist

banshihari

kushhari


আরও খবর


ছবিতে খবর