অর্পিতার ক্লাব টাউনের ২ ফ্ল্যাট যেন "মিনি ব্যাঙ্ক"!
SSC SCAM: অর্পিতার ক্লাব টাউনের দুই ফ্ল্যাটে "মিনি ব্যাঙ্ক"!
অর্পিতার বেলঘরিয়ার ক্লাবটাউনের ফ্ল্যাটে টাকার পাহাড়। ব্যাঙ্কের থেকে চেয়ে পাঠানো হল টাকা গোনার মেশিন। সকালেই প্রিন্টীং মেশিন কাঁধে ঢুকতে দেখা গেছিল এক ব্যক্তিকে। তখনি বোঝা যাচ্ছিল নথির প্রতিলিপি করার জন্য চেয়ে পাঠিয়েছে ইডি
রথতলায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে হানা এডির। আজ সকালে এনফোর্সমেন্টের ডাইরেক্টরেটের অফিসাররা পৌঁছালেন বেলঘরিয়ার রথতলা এলাকায় ক্লাব টাউন আবাসনে। এখানে ন’তলার একটা ফ্ল্যাটে হানা দেয় ইডি। কিন্তু সেই ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় ঢুকতে পারেননি তদন্তকারীরা। চাবির খোঁজ করতে শুরু করেন তাঁরা। আবাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন। ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাট খোলা যায় কি না তা-ও চিন্তাভাবনা করছেন আধিকারিকরা। ওই একই আবাসনের অন্য একটি ব্লকে আরও একটি ফ্ল্যাট রয়েছে অর্পিতার বলে ইডি সূত্রে দাবি। ইডি সূত্রের খবর, বুধবার আরও কিছু জায়গায় তল্লাশি অভিযান চালানো হতে পারে।
চারটি গাড়িতে ইডির অফিসাররা আসেন অর্পিতার রথতলার বাড়িতে। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। বেলঘরিয়ায় অর্পিতা পৈত্রিক বাড়িতে মা একলাই থাকেন বলে জানা গেছে। মাঝে মধ্যে আসতেন অর্পিতা। ইডি সূত্র থেকে জানা যাচ্ছে, রথতলার এই দুই ফ্ল্যাট থেকে কোন নথি উদ্ধার হয় কিনা সেই তল্লাশি চালাতেই হানা দিয়েছে ইডি।
এর আগে দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন ডায়মন্ড সিটিতে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় বাইশ কোটি টাকার পাহাড়, সঙ্গে বিদেশি মুদ্রা, বিশখানা মোবাইল ফোন একাধিক সম্পত্তির দলিল। সরকারি ছাপ মারা এনভেলপ ভর্তি টাকা।কালো ডায়েরি, যাতে কোন নেতা কত জনের নামের রেকমেন্ড করেছেন তাঁর তালিকা। অর্থের পরিমাণ লেখা। রাজ্যের একাধিক জায়গায় বাড়ি বাগান বাড়ির দলিল। যে সম্পত্তির বেশির ভাগই কেনা হয়েছে অর্পিতার নামে। অর্পিতা আর পার্থর যৌথ নামে। কিছু আছে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনীর নামে সে সব সম্পত্তির দেখ ভাল করেন প্রাক্তন শীক্ষামন্ত্রীর জামাই কল্যাণময় ভট্টাচার্য।
প্রশ্ন হল এই বিপুল পরিমাণ সম্পত্তি কি করে করলেন অর্পিতা? যার দায় ইতিমধ্যেই ঝেড়ে ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস। ইডির দাবি এসএসসিএ চাকরি বেচার টাকা কিয়দংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। যাকে ইডি বলেছে পেঁয়াজের খোসা মাত্র। আরও তদন্ত চালালে আসল হিমশৈলের হদিশ মিলতে পারে। ইতিমধ্যেই অর্পিতার নামে তিন তিনটে অত্যাধুনিক স্যালোঁর হদিশ মিলেছে, যেখানে নেইল আর্টের কাজ করা যায়। যার দুটি দক্ষিণ কলকাতায় একটি রথতলায়।
আজই বাগুইআটির আটঘড়াতে আরও একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে যার মালিক অর্পিতা মুখোপাধ্যায়। ফ্ল্যাটের নম্বর ৪০৪।
আদালতের নির্দেশ মেনেই আজ জোকা ই এস আই-এ শারিরীক পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে।
Tags:
Partha Chatterjee
Kolkata
Suvendu Adhikari
Dilip Ghosh
bangla news
Bengali news
SSC Recruitment
Teacher Recruitment scam
School Service Commission
ssc scam
madhyom bangla
bangla khobor
bangla khabar
ED Custody
Arpita Mukherjee property
Enforcement Directorate। ED
Partha Chatterjee aide
Club Town Residency