SC নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়
এসএসসি নিয়োগকাণ্ডে (SSC Recruitment Scam) গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Gangopadhyay)। শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’ মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করল সিবিআই (CBI)।
নিয়োগ দুর্নীতির মামলায় দীর্ঘ সময় ধরেই কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের এই প্রাক্তন সভাপতি ৷ নিয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটিরও চেয়ারম্যান ছিলেন কল্যাণময়। এসএসসি নিয়োগকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এদিন ফের তাঁকে নিজাম প্যালেসে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ বেশ কিছু নথি-সহ এদিন তাঁকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় ৷ সেখানেই টানা প্রায় সাড়ে ছ'ঘণ্টা ধরে কল্য়াণময়ের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা ৷ এরপরই তাঁকে গ্রেফতার করা হয় ৷
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ৷ কিন্তু, তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি (ED) ৷ আপাতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন রাজ্য়ের প্রাক্তন শিক্ষা মন্ত্রী (Ex Education Minster) ৷ আজই পার্থকে হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, পার্থকে হেফাজতে পেলে তাঁকে এবং কল্যাণময়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে ৷
সূত্রের খবর, এখনও এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক 'মিসিং লিংক' রয়ে গেছে ৷ সিবিআই-এর অনুমান, পার্থ ও কল্য়াণময়কে মুখোমুখি বসিয়ে জেরা করলে সেই মিসিং লিংকগুলি জোড়া সম্ভব হবে ৷ ইতিমধ্যেই পার্থর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছে ইডি ৷ তাদের দাবি, পার্থ বহু প্রশ্নের উত্তর হয় দিচ্ছেন না, আর না হয় এড়িয়ে যাচ্ছেন ৷ একই অভিযোগ কল্যাণময়ের বিরুদ্ধেও তুলছে সিবিআই ৷ তাই এই দুই অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জেরা করা দরকার বলে মনে করছেন গোয়েন্দারা।
Tags:
West Bengal
bengal ssc scam
abp ananda
west bengal ssc scam
ssc teacher recruitment corruption news
west bengal teacher recruitment latest news
wbbse president kalyanmoy ganguly
kalyanmoy ganguly arrested news
kalyanmay ganguly arrest news
kalyanmay ganguly
jalpaiguri madhyamik question fraud
accused headmaster
ssc news today update
face exemplary punishment
primary tet 2014 latest news
wbssc latest news today 2022
ssc news today
primary tet 2014