মমতা দায় এড়াচ্ছেন, তৃণমূলে একলা পার্থ!
মহাসচিব পার্থ থেকে দূরত্ব বাড়াচ্ছে নেত্রী? মন্ত্রী পার্থকে কি ঝেড়ে ফেলতে পারবে তৃণমূল? গত শুক্রবার, ২২ জুলাই, ২০২২, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়, পার্থ চট্টোপাধ্যায়, গ্রেফতার হওয়ার পর থেকেই দ্বিধা বিভক্ত তৃণমূলের কংগ্রেসের পাওয়ার সেন্টার। টানাপোড়েনে রাজ্য তৃণমূল নেতৃত্ব। এখনও মুখ খোলেননি দলনেত্রী। যে মুখ্যমন্ত্রী পুলিস অফিসার রাজীব কুমারকে বাঁচাতে রাস্তায় বসে পড়েন। যে দলনেত্রী নিজাম প্যালেসে সিবিআই ঘেরাও করে দিতে সময় নেননি। সেই নেত্রী নীরবতাই আরও স্পষ্ট করেছে তৃণমূলের ভেতরের সংশয়।
শুক্রবার সারাদিন শহরে থাকলেও কোন বক্তব্য আসেনি নেত্রীর। (ঠোঁটে আঙুল দেওয়া ছবি) সকাল বিকেল সিবিআই-ইডিকে তুলোধোনা করা সেকেন্ড ইন কম্যান্ড ভাইপো অভিষেকও চুপ। গুরু গ্রেফতারে শিষ্যের বক্তব্য মেলেনি। শুধু তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ট্যুইটে জানিয়েছিলেন। (কুণাল ট্যুইট) এই মামলায় যাদের নাম আসছে তাঁরা বা তাঁদের আইনজীবী যা বলবার বলবেন।জোকা থেকে শারিরীক পরীক্ষার পর সাংবাদিকদের জিজ্ঞাসার উত্তরে পার্থ চট্টোপাধ্যায় জানান, দলনেত্রীকে ফোন করেছিলেন তিনি। একাধিকবার। তিনি ফোন তোলেননি।
ঘটনার ঠিক ২৪ ঘন্টা পর যখন সাংবাদিক বৈঠক করছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য ও কুনাল ঘোষ। তখনও ভারসাম্যের অঙ্কে কোন পক্ষই এগিয়ে বা পিছিয়ে নয়। সমান সমান মত দুই পক্ষের। একই সাংবাদিক বৈঠকে দুই পক্ষের দাবি দু'রকম।
পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দল আছে কি নেই? কিছু বোঝা গেল? আপনাদের মতই সাংবাদিকদেরও একই দশা। পাশে দল আছে আবার নেই। এত বড় কেলেঙ্কারির পর সেই পার্থ দলের মহাসচিব পদেই আছেন। আবার মন্ত্রীও পদ থেকেও তাঁকে সরানো হয়নি। এই সাংবাদিক বৈঠকে ঠিক কি বলেছিলেন ফিরহাদ ঐ ফোন করা সম্পর্কে কি বললেন, শুনে নিন।
হয় ফিরহাদ ঠিক বলছেন না। নয় কিছু গোপন করতে চাইছেন? কি গোপন করতে চাইছেন? জানিয়ে দিয়েছে ইডি। ইডির দাবি, শুক্রবার একবার দুবার নয়, একাধিকবার ফোন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ফোন বেজেছিল। কিন্তু তোলেননি মুখ্যমন্ত্রী। দেখুন কি লেখা আছে নথিতে।
বিধানসভা চলছে। পরিষদীয় মন্ত্রী ইডির হেফাজতে। দলীয় পদে যেমন আসীন। তেমনই এখনও ঘাড়ে তিন তিনটে দফতর।
মোদ্দা কথা কারোর জন্য কোন কিছু আটকাবে না। ডেপুটিরা কাজ সামলে দেবে।
তাহলে কি নেত্রী বেণী ভেজাতে চাইছেন না? নিয়োগ দুর্নীতির কলঙ্কের দায় থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন? নাকি এটাও এক দাবার চাল। ঘোড়া বিসর্জন দিয়ে মন্ত্রী বাঁচাতে চাইছেন? নাকি প্রাণভোমরা বাঁচাতে পার্থ বলি?
অথবা পার্থর দিন ফুরিয়েছে দলে। প্রয়োজনও শেষ। এবার ছুঁড়ে ফেলার পালা? ঠিক পঙ্কজ ব্যানার্জিদের মত। অথবা কিষাণ জি...?
Tags:
Partha Chatterjee
CM Mamata
tmc
Kolkata news
Enforcement Directorate
Mamata
ED
Bengali news
SSC Recruitment
Teacher Recruitment scam
School Service Commission
Minister Partha Chatterjee
ssc scam
ED probe
Partha Chatterjee arrest memo
Mamata Banerjee name phone number Partha arrest memo
Partha dials Mamata
Bengla news