img

Follow us on

Monday, Sep 16, 2024

SSC Recruitment Scam: 'অসুস্থ নয়', জানাল এইমস, ১০ দিনের ইডি হেফাজত পার্থ-অর্পিতার

অসুস্থ নয়, ১০ দিনের ইডি হেফাজত পার্থ-অর্পিতার

  2022-07-26 17:17:02

মন্ত্রী পার্থকে ভর্তি নিল না ভুবনেশ্বর এইমস! স্বাস্থ্য পরীক্ষার পর জানাল, পার্থর গুরুতর কোন শারিরীক সমস্যা নেই।

কলকাতা আদালতের নির্দেশ মেনেই, সোমবার বিকেল তিনটের মধ্যেই, এইমসের এগ্জিকিউটিভ ডিরেক্টর আশুতোষ বিশ্বাস রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত রিপোর্ট তুলে দেন, এস এস কে এম কর্তৃপক্ষ, ইডি, ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর হাতে। ভুবনেশ্বর এইমসের ডিরেক্টর জানিয়েছেন, "পার্থ চট্টোপাধ্যায়ের চার পাঁচ রকমের রোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি ওষুধ খাচ্ছেন। তাঁর অসুস্থতা সিরিয়াস নয়। আমরা তাঁকে দ্রুত ছেড়ে দেব। ‘কিছু নিয়মিত সমস্যায় ভুগছেন উনি। ওষুধ খেয়ে যেতে হবে। তবে হাসপাতালে ভর্তি রাখার দরকার নেই।’’

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই সোমবার সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে এসএসকেএম থেকে নিয়ে আসা হয় এয়ারপোর্টে। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে উড়িয়ে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে। ভুবনেশ্বর এইমসেই বসে মেডিকেল বোর্ড। চিকিৎসক দলে ছিলেন, কার্ডিওলজি, নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজি, রেসপিরেটরি মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁদের অধীনেই চলে পার্থর স্বাস্থ্য পরীক্ষা। শারীরিক পরীক্ষার শেষে ভুবনেশ্বর এইমস জানিয়ে দেয়, গুরুতর শারিরীক সমস্যা না থাকায়, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাসপাতালে থাকার কোন প্রয়োজন নেই।

একই রকম ভাবে অসুস্থতার দাবি করেছিলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা। চিকিৎসকরা আগেই জানিয়ে দেন তাঁর কোন অসুস্থতা নেই। এদিকে ইডি সূত্র থেকে মিলেছে সিজার লিস্ট, উদ্ধার হওয়ার ফাইলে মিলেছে রাজ্যের তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যেয়র নাম লেখা মুখবন্ধ খাম যাতে রয়েছে পাঁচ লক্ষাধিক টাকা সহ একাধিক দলিল ।

ইডির দাবি এমন খামেই টাকা আসত মন্ত্রীর কাছে। ইডির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে ১৪ দিনের ইডি হেফাজতের আবেদন করা হয়েছে।

ইতিমধ্যেই তৃণমুলের পক্ষ থেকে, দাবি করা হয়, টাকা উদ্ধারের সঙ্গে দলের কোন যোগাযোগ নেই। যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি বা তাঁর আইনজীবীই যা বলার বলবেন। পাশাপাশি, ইডিকে দ্রুত তদন্ত শেষ করার দাবি জানানো হয়েছে। ঘটনার প্রায় ৭২ ঘন্টা পর, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় মুখ খুললেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পার্থ সম্পর্কে একটি কথাও না বলে নিজের ইমেজ বাঁচাতেই ব্যস্ত ছিলেন নেত্রী। 

Tags:

Partha Chatterjee

SSC recruitment scam

AIIMS

SSC

ED

Kolkata High Court

Minister Partha Chatterjee

ssc scam

ED probe

Partha Chatterjee arrested

partha chatterjee news

partha chatterjee on ssc

partha chatterjee latest news

partha chatterjee latest

partha chatterjee tmc

partha chatterjee arrest

partha chatterjee arrested by ed

AIIMS Bhubaneswar

education minister partha chatterjee

partha chatterjee at aims

ED Custody


আরও খবর


ছবিতে খবর