img

Follow us on

Saturday, Jan 18, 2025

SSC recruitment scam: অযোগ্য তালিকায় আরামবাগের তৃণমূল নেতার 'শিক্ষক' বউ

অযোগ্য তালিকায় আরামবাগের তৃণমূল নেতার 'শিক্ষক' বউ

  2022-12-27 22:30:38

SSC ওয়েবসাইটে OMR শিটের তালিকা তুলতেই সোস্যাল মিডিয়ায় ভাইরাল রাঙা!

কে এই রাঙা? রাঙার আসল নাম নইমূল হক। খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রিয় এলাকা খানাকুল। বিরোধী নেত্রী থাকাকালীন যেখানে প্রতিদিন হিংসা আর দুর্নীতি খুঁজতেন। সেই খানাকুল এখন মমতার দলের দখলে। যেখানে বিরোধীরা ভোটে দাঁড়াতে পারেন না। সেইখানে তৃণমূল প্রতীকে ভোটে জিতে নইমূল হক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি।  

তৃণমূল দলের নেতা নইমুলও ব্যতিক্রম নয়। টাকা দিয়ে চাকরি কিনেছেন তিনি। নিজের নয় বৌয়ের জন্য। রাঙার বৌয়ের নাম নমিতা আদক! হাইকোর্টের নির্দেশে SSC ওয়েবসাইটে OMR শিটের তালিকা তুলতেই নমিতা আদকের নাম!

গণিতের শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছেন, আরামবাগের গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ে। গত তিন বছর বাড়ির কাছে স্কুলে তিনি বিজ্ঞান পড়ান। ছাত্রছাত্রীরা তার কাছে বিজ্ঞান শেখেন। ছাত্রছাত্রীরা জানেনই না তাঁদের শিক্ষিকা নমিতা আদক খালি ওএমআর শিট জমা দিয়ে চাকরি পেয়েছেন। কারণ তার কত্তা তৃণমূলের নেতা!

সামাজিক মাধ্যমে শিক্ষিকা নমিতা আদকের ছবি ভাইরাল হতেই স্কুল যাওয়া বন্ধ করেছেন শিক্ষিকা। SSC ওয়েবসাইটে ৮৬ নম্বরে নাম এই নমিতা আদকের। ওএমআর শিটে ৫৫টা প্রশ্নের মাত্র ৩২টা এটেম্পট করেছেন এই নমিতা আদক। যার কতগুলি ঠিক বা ভুল সেই তথ্য দেওয়া নেই।
গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ের টিচার ইন-চার্জ জানিয়েছেন, 
 
''এখনও পযন্ত স্কুলে কোনও কাগজপত্র আসেনি। যারা নিয়োগ করেছে, দুর্নীতি হলে তারা বুঝবে। আমাদের কিছু বলার নেই।"
 
আরামবাগ ডিআই অফিসের আধিকারিক বৃন্দাবন ধারা জানান, 
''সরকারিভাবে কোনও কাগজপত্র এখনও হাতে পায়নি। কোনও লিস্টও আসেনি। ছুটি থাকায় কিছু বুঝতে পারছি না। মঙ্গলবার অফিস খুললে তখন বোঝা যাবে।'' 
কিন্তু এখানে সবচেয়ে বড় ফ্যালাসি হল, শিক্ষিকাদের নামে পাশে স্কুলের নাম লেখা নেই। যেমন লেখা নেই সফল প্রার্থীদের বাবার নাম।

মুখে কুলুপ স্থানীয় তৃণমূল নেতাদের। খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা বাগ জানিয়েছেন,
 
''একদিন আগে সোশাল মিডিয়ায় দেখেছি বিষয়টি। কিন্তু,সরকারি ভাবে কোনও কাগজপত্র হাতে পাইনি । খোঁজ খবর নিচ্ছি । বিশেষ কিছু মন্তব্য করতে চাইছি না।
 
আর খানাকুল একের তৃণমূল সভাপতি জানিয়ে দিয়েছেন, তিনি মুখ খুলবেন না।
 
যদিও বিরোধীদের অভিযোগ,হাইকোর্টের নির্দেশে নিয়ম বহির্ভূত ৯৫২ জনের যে তালিকা প্রকাশিত করতে বাধ্য হয়েছে এসএসসি। তার প্রত্যেক নামের সঙ্গেই জুড়ে আছেন তৃণমূলের নেতা কাউন্সিলর বিধায়কের নাম।

শুধু অযোগ্য শিক্ষক নিয়োগ নয়, সুপরিকল্পিত ভাবে বাংলার একটা গোটা প্রজন্মকে ধ্বংস করার চেষ্টা করেছে শাসক দল তৃণমূল। হাইকোর্টের নির্দেশে তদন্ত হওয়ায় সব তথ্য সামনে আসছে।

Tags:

SSC recruitment scam

Madhyom

bangla news

Bengali news

SSC Recruitment

Teacher Recruitment scam

ssc scam

tmc leader

bengal ssc scam

Recruitment scam

west bengal ssc scam

ssc scam west bengal

bengal teacher recruitment scam

Bengal Recruitment scam

recruitment scam in west bengal

Arambagh

ssc recruitment scam case

west bengal ssc recruitment scam

leader

arambagh tmc

arambagh news

trinamul leader

arambagh new news

arambagh tmc news

tmc leader arambagh

teacher wife

wife of tmc leader

ssc publishes list ineligible teachers

wbssc fraud list

wbssc 952 vacancy list


আরও খবর


ছবিতে খবর