পার্থকে লক্ষ্য করে মহিলার জুতো, ক্ষোভের বহি:প্রকাশ ?
জনগণের টাকা চুরি করার পরও আনা হচ্ছে এসি গাড়ি করে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দেখে আর মাথা ঠিক রাখতে পারলেন না হাসপাতালে চিকিৎসা করাতে আসা এক রোগী। পার্থর দিকে ছুড়ে মারলেন তাঁর পায়ের চপ্পল। চপ্পল পার্থর গায়ে লাগেনি। তাঁর গাড়িতে লাগে। তবে পুরো ঘটনায় স্পষ্ট তৃণমূলের প্রাক্তন মহাসচিবের প্রতি সাধারণ মানুষের মনে কতটা ঘৃণা জমেছে। আমতলা থেকে জোকা ইএসআইতে আসা ওই মহিলার বিষোদ্গার, গরীবের টাকায় ফূর্তি করছে, কেন তাঁকে এসি গাড়িতে বসিয়ে আনা হবে। চটি পার্থর টাকে না লাগায় আক্ষেপ ঝরে পড়েছে মহিলার গলায়।
চেক আপের জন্য আজ ফের জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এসি গাড়িতে চড়িয়ে আনা হয় অর্পিতা মুখোপাধ্যায়কেও। তবে এদিন অর্পিতা ফের দাবি করেন, টাকা তাঁর নয়। তাঁর অনুপস্থিতিতেই ফ্ল্যাটে টাকা ঢোকানো হয়। ফলে প্রশ্ন উঠছে, টাকা কার? পার্থ বলছেন, টাকা তাঁর নয়। অর্পিতা বলছেন, টাকা কোথা থেকে এসেছে তিনি জানেন না। তাহলে তাঁদের ফ্ল্যাটে টাকা ঢোকালো কে? উত্তর খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইডি। এদিন বরানগরে অর্পিতার নেইল আর্টের দোকানেও হানা দেয় গোয়েন্দারা। দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি। খোঁজ নেওয়া হয় পাশের ব্যাঙ্কেও। সব মিলিয়ে যা পরিস্থিতি তাতে সরকার যে যথেষ্ট বিব্রত, তা বারবার প্রকাশ্যে আসছে। এরমধ্যেই বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘর লক করে দেওয়া হয়েছে। তদন্ত যতক্ষণ না-শেষ হচ্ছে, আপাতত সেখানে কারও প্রবেশের অনুমতি নেই। কাউকে আলাদা করে বণ্টনও করা হবে না ওই ঘর।