img

Follow us on

Saturday, Nov 02, 2024

Manik Bhattacharya: কার ভরসায় আদালতকেও মানেন না মানিক? 

কার ভরসায় আদালতকেও মানেন না মানিক? 

  2023-03-01 21:33:56

 

কার ভরসায় আদালতকেও মানেন না মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)? বারবার এড়িয়ে যান বিচারপতির নির্দেশ! চাকরি দুর্নীতি মামলায় (teachers recruitment scam) এই রহস্য এবার দানা বাঁধছে। জেলে থাকলেও মানিক ভট্টাচার্য এখনও তৃণমূল বিধায়ক। তৃণমূল জমানায় দশ বছর তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন। শিক্ষা জগতের নাড়ি নক্ষত্র নাকি তাঁর অঙ্গুলি হেলনেই চলত। গোয়েন্দা তদন্তে তাঁর জালিয়াতির নানা দিক সামনে এসেছে। কিন্তু তিনি এমন ভান করছেন যেন কোনও দুর্নীতিই তাঁকে স্পর্শ করেনি। তবে কি সবকিছুই তিনি করতেন ওপর মহলের অঙ্গুলি হেলনে? তাই কি ২০১১য় বিধায়ক পদে লড়ে হারলেও ২০২১ সালে ফের তিনি টিকিট পান? আর আড়াল থেকে পাওয়া সাহসেই কি তিনি আদালতের নির্দেশ পরোয়া করছেন না? ২৫ জানুয়ারি একটি মামলায় মানিক ভট্টাচার্যকে ৫ লক্ষ জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সেই জরিমানা টাকা তিনি জমা দেননি। তাই হাইকোর্ট নির্দেশ দেয়,যতদিন না জরিমানা দিচ্ছেন,ততদিন পর্যন্ত মানিক ভট্টাচার্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা রাখা হবে। এরমধ্য়েই তাঁর প্রায় ৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। খবর আসছে, লন্ডনে পর্যন্ত তাঁর সম্পত্তি আছে। যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরাও।

বিদেশ যাত্রা থেকে লন্ডনে সম্পত্তি। তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে মানিকের স্ত্রী-পুত্রও জেলে। তবু মানিক অনড়। কেন? কোন অদৃশ্য হাত খেলা করছে এর পিছনে? মানিক সহ নিজেদের বাঁচার চেষ্টাতেই এই ছক? কিন্তু দুর্নীতির নিত্য নতুন চেহারা আর তাদের কুশীলবরা একে একে যেভাবে সামনে আসছে, তাতে পিরামিডের চেহারা যে সামনে আসবে তা পরিষ্কার। এরমধ্যেই নবম-দশমের ৯৫২ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। ওএমআর শিট বিকৃত করে যে চাকরি হয়েছিল, তা মেনে নিয়েছে কমিশনও। তাই দুর্নীতি চেপে রাখার আর উপায় নেই। বরং মাধ্যমিক পরীক্ষা শেষ হলে এই দুর্নীতি নিয়ে যে আরও বড় সিদ্ধান্ত সামনে আসবে, তা বুঝিয়ে দিয়েছে আদালত। ফলে মানিক ও তার কোম্পানি আদালতের নির্দেশ এড়িয়ে থাকার যে কৌশলই নিক না কেন, তা যে সম্ভব নয়, তা স্পষ্ট হয়ে গেছে। শুধু স্পষ্ট হওয়া বাকি আছে, কার ভরসায় আদালতকেও মানতে চাইছেন না তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি।

Tags:

SSC recruitment scam

Madhyom

ssc scam

Manik Bhattacharya

bengal ssc scam

bengal ssc scam news

Recruitment scam

west bengal ssc scam

ssc scam west bengal

west bengal ssc teacher recruitment scam

ssc scam in bengal

manik bhattacharya ed

west bengal ssc recruitment scam

manik bhattacharya news

manik bhattacharya primary

manik bhattacharya tet scam

manik bhattacharya news update

manik bhattacharya latest news

manik bhattacharya news today

manik bhattacharya wife

who is manik bhattacharya


আরও খবর


ছবিতে খবর