img

Follow us on

Saturday, Jan 18, 2025

SSC Scam: বয়স ভাঁড়িয়ে চাকরি, শিক্ষক নিয়োগে নয়া কেলেঙ্কারি?

শিক্ষক নিয়োগে নয়া কেলেঙ্কারি?

  2023-01-04 18:48:34

শিক্ষক নিয়োগে আর এক কেলেঙ্কারি সামনে। এবার বয়স ভাঁড়িয়ে চাকরি পাওয়ার অভিযোগ। ২০১৬ সালের শিক্ষক নিয়োগে এই ঘটনা ঘটেছে। এবিষয়ে তদন্তের জন্য ২১ জন শিক্ষককে ডেকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআইকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এই একুশজনের তালিকাই আদালতের কাছে আছে। যাদের বয়স ৪২ থেকে ৪৫ বছরের মধ্যে। বয়স কম দেখিয়ে তাদের চাকরি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 

কিন্তু বিষয়টি সামনে এলো কী করে? আসলে শিক্ষা কেলেঙ্কারির ঘটনায় এসএসসিকে মেধাতালিকা প্রকাশ করতে বলেছিল আদালত। সেই মেধা তালিকা প্রকাশ্যে আসতেই এই দুর্নীতি সামনে এসেছে। নবম দশমে শিক্ষক নিয়োগের সর্বোচ্চ বয়স ৪০। কিন্তু কমিশনের মেধাতালিকা প্রকাশ্যে আসতেই ঝুলি থেকে বেরিয়ে পড়েছে বিড়াল। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন এক মামলাকারী। সেই মামলাতেই বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, এমন লজ্জাজনক দুর্নীতি দেখলে পুরো প্যানেল বাতিল করে দেব। এরপরই ২১ জনকে ডেকে জেরা করার জন্য নির্দেশ দেন সিবিআইকে। জানুয়ারি মাসে এই মামলার শুনানি আছে। ফলে ফাঁকা ওএমআর শিট থেকে নম্বর বাড়িয়ে চাকরি থেকে টাকা দিয়ে চাকরি কেনার ঘটনার পর এবার বয়স ভাঁড়িয়ে শিক্ষক নিয়োগের ঘটনাও সামনে এল। 

শাসক দলের দুর্নীতি যে ক্রমশ প্রকাশ্য, তার আরও একটি ঘটনা ঘটেছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যানকে তলব করেছে কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আগামী ১৬ই ডিসেম্বর দুপুর একটায় এজলাসে হাজির হতে হবে ওই ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষকে। দেবজ্যোতি ঘোষ ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান হিসেবে ৭০ হাজার টাকা ভাতা পান। তিনি আবার একজন শিক্ষক। পাসপোর্টে নিজেকে অষ্টম শ্রেণি পাস বলে জানিয়েছেন। তাহলে কি করে তিনি শিক্ষকের চাকরি পেয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে চাকরি দেওয়ারও অভিযোগ উঠেছে। অভিযোগ উড়িয়ে দিতে চেয়েছেন দেবজ্যোতি ঘোষ।
 
এদিকে ওএমআর শিট বিকৃতি মামলায় এবার সিবিআইয়ের পাশাপাশি তদন্তের দায়িত্ব দেওয়া হল ইডিকে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কীভাবে চাকরি বিক্রি হয়েছে, কীভাবে টাকার লেনদেন হয়েছে, তা দেখবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফলে এই কেলেঙ্কারির ফলে কারা কারা সুবিধা পেয়েছে, সেই চক্রের মাথাদের নাম সামনে আসবে বলে মনে করা হচ্ছে।
 

 

 

Tags:

SSC recruitment scam

SSC

ssc scam

ssc scam news

ssc scam case

bengal ssc scam

bengal ssc scam news

ssc scam latest news

west bengal ssc scam

ssc scam west bengal

bengal ssc scam update

west bengal ssc scam news

wbssc scam

west bengal ssc teacher recruitment scam

ssc scam raids

wb ssc scam probe

ssc scam update

ssc scam in bengal

SSC Scam Protest

bengal ssc scam case

west bengal ssc recruitment scam

bengal ssc scam case live

SSC TET Scam

fake age


আরও খবর


ছবিতে খবর