নারদা কাণ্ডে টাকা হাতে তৃণমূল সাংসদ অধ্যাপক সৌগত রায়
অবশেষে মুখ খুললেন সৌগত রায়। এতদিন পর, ৯দিনের নীরবতার পর মুখ খুললেন সাংসদ। জানালেন দলের প্রাক্তন মহাসচিব তিন-তিনটে দফতরের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 'ডিজঅনেস্ট তৃণমূল' অর্থাৎ অসৎ তৃণমূল।
আপনারা শুনলেন। এবার চলুন আমরা যাই মাত্র ৬ বছর পিছনে। ২০১৬ সালে। বিধানসভা নির্বাচনের আগে নারদা স্ট্রিং অপারেশনের ধরা পড়ছিলেন একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা।
এক অজানা অচেনা কোম্পানির এক্সজিকিউটিভের সঙ্গে রাজ্যের পাওয়ার সেন্টারের দেখা করিয়ে দেওয়ার জন্য টাকা নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী সাংসদ এমনকি এক আইপিএস অফিসারও। সাজানো কোম্পানির নকল এক্সিকিউটিভ জানিয়েছিলেন কাজ উদ্ধার হলে আরও টাকা।
লোভে চকচক করে উঠেছিল চোখ। লকলক করছিল জিভ তৃণমূলের মন্ত্রী সাংসদ ও নেতাদের। সেই দলে ছিলেন অধ্যাপক সৌগত রায় নিজেও। দেখুন
আজ ঘটনা ঘটার ৯দিনের দিন, সৌগত রায় তাঁর হিরন্ময় নীরবতা ভেঙেছেন। দাবি করছেন। 'অসৎ তৃণমূল' ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। নারদা স্ট্রিং অপারেশন প্রায় ধামাচাপা পড়ে যাওয়ার পর, কোন এক সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, কোন কোম্পানি টাকা দিলে আবার নেবেন। তাই সৌগত রায় সৎ। আজ তিনিই অসৎ বলছেন পার্থ চট্টোপাধ্যায়কে।
অসৎ তো বটেই। বেলঘরিয়ার যে অভিজাত আবাসন ক্লাব টাউনে পার্থ-অর্পিতার ওয়েল ডেকরেটেড ফ্ল্যাট থেকে ২৭কোটি ৯০ লক্ষ টাকা, চার কেজি সোনার গয়না বাড়ি-জমির দলিল ইত্যাদি উদ্ধার হয়েছে। ঐ একই ক্যাম্পাসে সৌগতর নিজেরও ফ্ল্যাট আছে। সবাই জানেন। বিভিন্ন সংবাদ মাধ্যমকে ঐ ক্লাব টাউনের ফ্ল্যাট থেকেই বাইট ইত্যাদি দেন। নিয়মিত অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তিনি যেতেনও বটে। ক্লাব টাউনের বাসিন্দারাই জানাচ্ছেন সেকথা।
তাহলে মাননীয় অধ্যাপক, নিজে জুড়ে যাচ্ছেন বলেই কি তড়িঘড়ি স্বীকারোক্তি। নাকি দলের হাওয়া বুঝেই টূক করে পয়েন্ট কুড়িয়ে নিলেন। পার্থর বলা ষড়যন্ত্রে আপনিও নেই তো?
Tags:
bjp
Partha Chatterjee
Madhyom
tmc
Saugata Roy
West Bengal
bangla news
Bengali news
Minister Partha Chatterjee
Education minister
ssc scam
bangla news live
bengali news live
TMC MP
Partha Chatterjee arrested
partha chatterjee news
partha chatterjee latest news
partha chatterjee latest
partha chatterjee tmc
partha chatterjee news update
partha chatterjee arrest
partha chatterjee arrested by ed
partha chatterjee news live
education minister partha chatterjee
partha chatterjee at aims
tmc partha chatterjee ed raid
partha chatterjee live news
partha chatterjee summoned
ED Recover
Crores of Money
Narada Accused Saugata