বৈঠকের দিনেও আক্রান্ত হবু শিক্ষকরা
কথা তো বলছেন। কিন্তু কিসের এক্তিয়ারে? তৃণমূলের মুখপাত্রের অবশ্য সে কথা জিজ্ঞাসা করার কোন মুরোদ নেই। তাহলে তাঁর নিজের চাকরি নিয়ে টানাটানির সম্ভাবনা।
সুযোগ আছে আপনার। তবে তাঁর আগে জেনে নিন, কুণাল ঘোষ জানিয়েছেন, একদিনেই তো সমস্যার সমাধান হবে না। আরও অনেক আলোচনা বাকি।
বোঝা গেল সমস্যার সমাধান ঐ হাতে নেই। যিনি তড়িঘড়ি কথা বলতে ইচ্ছা প্রকাশ করেছিলেন ২৮ তারিখ। আর ২৯শেই আয়োজন সারা। কিন্তু প্রশ্ন হল, সরকারের শিক্ষক নিয়োগের ঘোষণা হয়ে একজন সাংসদ করতে পারেন নাকি? নাকি তাঁর হাতে আছে সংবিধান বহির্ভূত কিছু ক্ষমতা? উত্তর হল।
তাহলে যারা কথা বলতে পারতেন, সেই শিক্ষা দফতরের মন্ত্রী, সচিব, রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেননি কেন এতদিন? এদ্দিন কি করছিল রাজ্যের সরকার? ৫০৪/৫ দিন যারা রাস্তায় বসে অপেক্ষা করছেন চাকরির জন্য। নিয়োগ পরীক্ষায় পাশ করে। মেধা তালিকায় নাম তুলে শিক্ষক নিয়োগে স্বচ্ছতার দাবিতে। তাঁদের সঙ্গে কেন কথা বলেনি?
যদি আলোচনা করতেই হয় তাহলে, অবস্থানকারীদের সঙ্গে কেন আলোচনা নয়? কাদের ডেকে নিয়ে গেলেন কুণাল ঘোষ। আর কথা বললেন সাংসদ-ভাইপো? কে এই শহীদুল্লাহ আর তাঁর তিন সহযোগী? কারা তাঁরা? মালদার তৃণমূল কংগ্রেস নেতা এই শহীদুল্লাহ। সেও কি টাকা দিয়ে চাকরি পায়নি? নাকি সাজানো প্রতিবাদী? যাকে এগিয়ে বাংলার এগিয়ে থাকা সংবাদ মাধ্যম স্টুডিয়োতে ডাকে।
গতকালই সাজানো আলোচনা হল। আর পরদিনই অতিসক্রিয় পুলিশ। ক্যামাক স্ট্রিটের অভিষেকের তৃণমূলের অফিসের উল্টোদিকে অবস্থানে বসা হবু শিক্ষকদের মেরে ধরে সরিয়ে দেওয়া হল। অপরাধ তাঁরা সাজানো আলোচনা মানতে চাননি।
অতএব যে প্রশ্ন গুলো উঠছেঃ
প্রশ্ন-১------- ১১ বছর শিক্ষক নিয়োগে কি সরকারের বাইরের লোকের হাত?
প্রশ্ন-২ ---- তাঁরাই টাকার বিনিময়ে সরকারি চাকরি বেচতেন?
জোকা ইএসআই হাসপাতালে গতকাল পার্থ চট্টোপাধ্যায় কি এই ষড়যন্ত্রের কথাই বলেছিলেন?
তাহলে কি কোটি কোটি টাকার মালিক অন্য কেউ? পার্থ কেয়ারটেকার মাত্র?
Tags:
bjp
Suvendu Adhikari
Dilip Ghosh
Sukanta Majumdar
bangla news
Bengali news
Abhishek Banerjee
agitation
Teacher Recruitment scam
bangla news live
bengali news live
TMC MP
teachers recruitment scam case
ssc agitation
teacher recruitment scam in west bengal
slst job seekers agitation
teachers lathicharged
teachers demand
teachers protest
west bengal ssc teacher recruitment scam
SSC Teacher Agitation
Bikashranjan Bhattacharya