প্রাক্তন চেয়ারম্যানকে জেরা, জেলে আহ্বায়ক, কবে বেরোবে দুর্নীতির মার্কশিট?
এসএসসি দুর্নীতি মামলায় এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হানা দিল সিবিআই। সেখানে এখন উপাচার্য পদে রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য। তবে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন তিনি ছিলেন এসএসসির চেয়ারম্য়ান। তাঁর আমলেই ঘটে বেআইনি নিয়োগ। বাগ কমিটির রিপোর্টেও আছে তাঁর নাম। তাই তাঁকে জেরা করতেই আজ শিলিগুড়ি পৌঁছে যায় ১০-১২ জনের সিবিআই টিম।
বুধবার সকালেই শিলিগুড়ি পৌঁছে যায় তদন্তকারী দল। দুটি পর্যায়ে ভাগ হয়ে তাঁরা পৌঁছে যান উপাচার্যের অফিসে। একদল যান তাঁর বাসভবনে। জমা নেওয়া হয় সকল কর্মীর মোবাইল। বিশ্ববিদ্যালয়ে জেরা করা হয় সুবীরেশ বাবুকে। বাড়িতে তল্লাশি চালায় আর এক দল। তখন সেখানে ছিলেন সুবীরেশ বাবুর স্ত্রী।
২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসির চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। বাগ কমিটি আদালতে যে রিপোর্ট জমা দিয়েছে, তাতে জানানো হয়েছে, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি পদে ৩৮১ টি ভুয়ো নিয়োগ হয়েছে। তাদের মধ্যে ২২২ জন পরীক্ষাই দেয়নি। ফলে দুর্নীতির গোড়ায় পৌঁছতে জেরা পর্ব আরও বিস্তৃত করতে চাইছে সিবিআই। এদিন তারা পৌঁছে যায় কলকাতায় সুবীরেশবাবুর ফ্ল্যাটেও। তবে বাইরে থেকে তা বন্ধ থাকায় সিল করে দেওয়া হয় ফ্ল্যাট। এসএসসি কাণ্ডে তৎকালীন শিক্ষামন্ত্রীর পর এখন নজর সেসময়ের চেয়ারম্যানের দিকে। এরমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে শান্তিপ্রসাদ সিনহা ও অশোককুমার সাহাকে। তাঁদেরকে নতুন করে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
দোষীদের ধরতে তদন্ত চলছে। জেলে গেছেন মন্ত্রী। জেলে গেছেন এসএসসির প্রাক্তন আহ্বায়ক থেকে প্রাক্তন সচিব। তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জেরা করতে হচ্ছে। ফলে তৃণমূল সরকারের দুর্নীতির ধাক্কায় মাথা হেঁট হচ্ছে বাংলার শিক্ষা জগতের। তদন্ত শেষে কবে বেরোবে SSC দুর্নীতির মার্কশিট, সেদিকেই তাকিয়ে সকলে।
Tags:
SSC
Cbi raid
Teacher Recruitment scam
ssc scam news
bengal ssc scam
bengal ssc scam news
ssc scam news update
ssc scam latest news
west bengal ssc scam
ssc scam west bengal
bengal ssc scam update
wbssc scam
Bengal Recruitment scam
north Bengal university
north bengal university vc
subiresh bhattacharya
ssc scam s p sinha
ssc scam ashoke saha
ssc scam
ssc scam raids
wb ssc scam probe
wb ssc scam
ex chairman questioned