শিক্ষামন্ত্রীর বঁড়শিতে আরও সম্পত্তি, হুগলির জাঙ্গিপাড়ায় আউট হাউস
ব্যস্ত মন্ত্রী বলে মাছ ধরতে নেই? ততোধিক ব্যস্ত দলীয় নেতা। মহাসচিব বলে কথা। ছিপ হাতে একটু পুকুর ঘাটে বসলেই দোষ? কলকাতা শহরে বেহালায় আবার পুকুর টুকুর নেই। তাই একটু গ্রামের দিকে যাওয়া। একটু লং ড্রাইভও হল। আবার একটু রিল্যাক্সও হল। সঙ্গে ঘনিষ্ঠ বান্ধবী থাকলে তো কথাই নেই। হুগলির জাঙ্গিপাড়ায় বান্ধবীর মামাবাড়ি তাই সেখানেই মৎস্য মারিব খাইব সুখে।
বান্ধবীর মামাবাড়িতে তো আর রোজ রোজ বসা যায় না। তাই একটু আলাদা ব্যবস্থা। পাশের পুরানো ভেঙে পড়া ঘরটাকেই সারিয়ে টারিয়ে একটু ডেকরেট করে নেওয়া। মন্ত্রী বাইরে গেলে সঙ্গে আবার সিকিউরিটি পিএ-কে তো যেতেই হয়। তাই তাঁদের জন্যও একটু বন্দোবস্ত রাখতে হয়। সেই আয়োজনেই কিছুটা খরচাপাতি।
প্রয়োজনে কিঞ্চিত ধমক ধামক। চমকানি। সে সব কি আর মন্ত্রী নেতা করেন নাকি? করে তাঁর পারিষদবর্গ। অঞ্চলের কিছু নেতা সুলভ কর্মী। আবার গাড়ি ঢোকাতেও জায়গা লাগে। মন্ত্রীর গাড়ি ছোটখাট হলে তো মান থাকে না বোলেরো পাজারোর মত বড়সড় গাড়ি। একটু বেশি জায়গা তো লাগবেই। তাহলে পড়শিদের জমি ব্যবহার করতেই হয়।
খামোকা দেওয়াল তোলা,বেড়া দেওয়ার দরকার কি। মন্ত্রীর গাড়ি নেতার গাড়ি তাহলে থাকবে কোথায়? মন্ত্রীর বান্ধবীর বলে কি দাপট কম হবে?
জিজ্ঞেস করতে হবে না।এমনিতেই জানিয়ে দিচ্ছেন। বান্ধবীর পরিবারের সকলের সরকারি চাকরির দায়িত্ব কি সুন্দর নিয়ে নিয়েছিল দিদি। সকলের চাকরি। বাড়িতে চারচাকা দু'চাকা বাড়ির চারপাশে উচু পাঁচিল সামনে পিছনে লোহার দেওয়াল। সব করে দিয়েছে। স্বাভাবিক কারণেই কৃতজ্ঞ তো থাকতেই হয়। মামী তাই অকপট ভাগ্নি প্রশংসায়।
তবে ছেলে কি চাকরি করে কোথায় চাকরি করে কিছুই জানেন না। শুধু জানেন সরকারি চাকরি। ঐ ভাগ্নিই করে দিয়েছেন সেই মন্ত্রীকে ধরে।
কিন্তু তাই বলে এতও! যা দেখাচ্ছে সব সত্যি? ২১ দশমিক ৯৬ কোটির টাকার পাহাড়? আর যা যা বলছে বিদেশি মুদ্রা কয়েক লাখ, কুড়িটা সচল ফোন, অসংখ্য জমির দলিল। শান্তিনিকেতন থেকে হুগলি কলকাতা সারা রাজ্যে ছড়ানো সম্পত্তি। উত্তরবঙ্গেও কিছু আছে নাকি? কে জানে? মাঝে মধ্যেই তো তাঁর নেত্রী উত্তরবঙ্গ সফরে যান, বছরে বার দুই তিন। সেখানেও কিছু গেঁথে রেখেছেন কিনা কে জানে?
আর ইডি যখন মন্ত্রী আর গ্রামের ভাগ্নিকে বড়শিতে গেঁথে ফেলেছে তখন হুগলির জাঙ্গিপাড়ার জঙ্গি মনোভাবও সামনে চলে এসেছে। বেরিয়ে এসেছেন রাস্তায়। অনেকে অনেক অভিযোগ করছেন। কিছু রাগে, কিছু প্রতিশোধস্পৃহায়।
Partha, Education Minister, SSC, SSC Scam, SSC Recruitment Scam, Money, TMC, West Bengal, Bangla News, Bengali News, Bangla News Live, Bengali News Live, partha chatterjee,partha chatterjee news,partha chatterjee latest,partha chatterjee arrested,partha chatterjee latest news,partha chatterjee tmc,partha chatterjee on ssc,partha chatterjee news update,partha chatterjee property,partha chatterjee arrest news, Arpita, Partha Aide Arpita, Arpita Mukherjee,
Tags:
Partha Chatterjee
SSC recruitment scam
tmc
SSC
West Bengal
bangla news
Bengali news
Education minister
ssc scam
Hooghly
bangla news live
bengali news live
Partha Chatterjee arrested
partha chatterjee news
partha chatterjee on ssc
partha chatterjee latest news
partha chatterjee latest
partha chatterjee tmc
partha chatterjee news update
Partha
Money
partha chatterjee property
partha chatterjee arrest news
Arpita
Partha's Aide
Arpita Partha
Hooghly Jangipara