দল থেকে সাসপেন্ড পার্থ, অব্যাহতি মন্ত্রীত্বে
মাধ্যম নিউজ ডেস্ক: টানা ছ'দিন নীরব থাকার পর, মন্ত্রীত্ব থেকে অব্যাহতি দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। আজ সকালেও অটুট ছিল নেম প্লেট। বিকেলের আগেই খুলে নেওয়া হল সেসব। দু'দিন আগেই রাজ্যের পরিষদীয় মন্ত্রীর গাড়ি জমা পড়ে বিধানসভায়। তিন দফতরের মন্ত্রী হলেও ঐ একটি গাড়িই ব্যবহার করতেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথম ব্যবস্থা নিল রাজ্য সরকার। দু জায়গায় ইডি তল্লাশি, প্রায় সাড়ে ছাপান্ন কোটি টাকার অর্থ উদ্ধার সঙ্গে সোনার গয়না, ঘনিষ্ঠ বান্ধবী যোগ সব মিলিয়ে রাজ্য জুড়ে বিরোধীরা সরব ছিলেন গত ছয় দিন। সরকার বিরোধী আন্দোলন তীব্র হচ্ছিল কলকাতা শহরে, জেলায় জেলায়। দুর্নীতিগ্রস্থ মন্ত্রীকে বরখাস্ত করার দাবি উঠছিল। দাবি মানতে বাধ্য হল সরকার। সরকারের মুখে আরও কালি মাখার আগেই মন্ত্রীত্ব থেকে সরানো হল ভিলেন সরিয়ে দেওয়া হল পার্থকে।
আপাতত, পার্থ চট্টোপাধ্যায়ের হাতে থাকা তিনটে দফতরই থাকছে মুখ্যমন্ত্রীর হাতেই। বন্টন করা হয়নি দফতর। তবে নবান্ন সূত্রে খবর, তথ্য প্রযুক্তি দফতরে নিয়ে আসা হতে পারে ব্রাত্য বসুকে। অন্যদিকে পরিষদীয় মন্ত্রী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাপস রায়ের। তবে নবান্ন বাতাসে ঘুরছে নির্মল ঘোষের নামও। তবে পার্থর হাতে থাকা শিল্প-বানিজ্য দফতর নিজের হাতেই রাখবেন মুখ্যমন্ত্রী। আজই এক সরকারি নোটিফিকেশনে এই কথা জানানো হয়েছে। ২৮জুলাই থেকেই এই সিদ্ধান্ত কার্যকরী করা হল।
এর আগে দুপুরে নবান্নে বসে মন্ত্রীসভার বৈঠক। যদিও বিশেষ করে জানানো হয়, সেই বৈঠকে নাকি একবারের জন্য পার্থ চট্টোপাধ্যায়ের নাম ওঠেনি। রাজনৈতিক মহলের বক্তব্য, গোটা বৈঠক জুড়েই ছিলেন মন্ত্রীসভার সেকেন্ড ইন কম্যান্ড পার্থ চট্টোপাধ্যায়। তাই সরকারি নোটিফিকেশনে বরখাস্ত শব্দটি ব্যবহার না করে অব্যাহতি শব্দটি ব্যবহার করা হয়েছে।
বিকেলে বৈঠকে বসে তৃণমূল কংগ্রেস। আজ সকালেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের একটি ট্যুইটেই বোঝা গেছিল কি সিদ্ধান্ত হতে চলেছে। ট্যুইট করেছিলেন খেলা হবে বিখ্যাত দেবাংশু ভট্টাচার্যও। দলের মহাসচিব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো শুধু সময়ের অপেক্ষা। তবে প্রথম ট্যুইটের কিছুক্ষণের মধ্যেই ফের ট্যুইট করেন মুখপাত্র কুণাল। বিকেলের বৈঠকের খবর জানিয়ে। আর নিজের প্রোঅ্যাকটিভ পোস্ট ডিলিট করার কথা জানিয়ে। অর্থাৎ তৃণমূলের ভিতরেও হ্যা পার্থ না পার্থের দ্বন্দ্ব বেড়েছে বৈ কমেনি।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান দলের সমস্ত পদ পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি তৃণমূল কংগ্রেসের মহাসচিব ছাড়াও দলীয় মুখপত্র জাগো বাংলার সম্পাদক, জাতীয় কর্মসমিতির সদস্য এবং শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, এই তদন্ত প্রক্রিয়া যতদিন চলবে ততদিন পার্থ চট্টোপাধ্যায়ের সাসপেনশন বহাল থাকবে। তিনি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে দলের দরজা তাঁর জন্য খোলা থাকবে। ইডি তল্লাশির ৪৮ ঘণ্টা পর প্রথমবার মুখ খুলেছিল তৃণমূল। তখনও এই দ্বন্দ্ব ছিল। ৭২ ঘণ্টা পর মুখ খোলেন মুখ্যমন্ত্রী। যদিও তখন মন্ত্রী পার্থ নয়, নিজেকে বাঁচাতেই ব্যস্ত ছিলেন দলনেত্রী। বলেন আমার হাতেও আলকাতরা আছে, আমাকে বদনাম করলে আমিও আলকাতরা লাগাতে পারি। কোন ওয়াশিং মেশিন তা ধুতে পারবে না
আর ১৪৪ ঘন্টা পর বৈঠকে বসল দল তৃণমূল। সময়টাও লক্ষ্য করবেন। ১৪৪ ঘন্টা। শিক্ষক নিয়োগ দুর্নীতি, দুর্নীতিকে আড়াল করার সক্রিয় চেষ্টা, আদালতে অসত্য তথ্য দেওয়ার পরও। আদালতের রায় সিবিআই-ইডি তদন্ত কিছুই আটকানো যখন যায়নি। তখন ইডি তল্লাশি কার্যত উন্মুক্ত করে দিল সরকারের ভিতর আর বাহির। আর ঐ ১৪৪ সে তো একটা সংখ্যা মাত্র নয়। একটা ধারাও।
Tags:
Partha Chatterjee
SSC recruitment scam
Mamata
ED
Minister Partha Chatterjee
ssc scam
Partha Chatterjee arrested
partha chatterjee news
partha chatterjee on ssc
partha chatterjee latest news
partha chatterjee latest
partha chatterjee tmc
partha chatterjee news update
partha chatterjee arrest
partha chatterjee arrested by ed
partha chatterjee news live
education minister partha chatterjee
tmc partha chatterjee ed raid
TMC Suspend Partha
Relieved From Ministership
Partha Removed from all Post
partha chatterjee news today
ed raid tmc minister
Avishek Banerjee
Avhishek Bandyopadhyay
partha chaterjee
partha chatterjee live news
minister partha chatterjee arrested
Recover More than 56 Crores Cash
56 Crores Cash