img

Follow us on

Friday, Nov 01, 2024

SSC Scam: "যারা স্কুলের চাকরি কিনেছেন ইস্তফা দিন নইলে ব্যবস্থা নেবে কোর্ট"

"যারা স্কুলের চাকরি কিনেছেন ইস্তফা দিন নইলে ব্যবস্থা নেবে কোর্ট" বিচারপতি

  2022-09-29 20:45:59

কেউ সাদা উত্তরপত্র জমা দিয়েছেন। 

কেউ নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তরে টিক দিয়েছেন। 

কেউ কিছু ভুল প্রশ্ন ট্রাই করেছেন। 

ব্যাস ঠিক হয়ে গেছে যোগ্যতার মান। এভাবেই স্কুলে চাকরি পেয়েছেন ৮,১৬৩ জন ! আদালতে জানাল সিবিআই। হতবাক বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়।
সিবিআই রিপোর্ট জানাচ্ছে, 
----------
নবম-দশমে ৯৫২ জন, 
একাদশ-দ্বাদশে ৯০৭ জন, 
গ্রুপ-সি ৩৪৮১ জন, এবং 
গ্রুপ-ডি পর্যায়ে ২৮২৩ জন 
----------
সর্বমোট ৮,১৬৩ জন ওএমআর জালিয়াতির মাধ্যমে চাকরি পেয়েছেন মোট ! এই হিসাব শুধুমাত্র ২০১৬ সালের ‘স্কুল সার্ভিস কমিশন’(এসএসসি) নিয়োগ পরীক্ষার ওএমআর শিট (উত্তরপত্র) জালিয়াতির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই-এর তরফে এই তালিকাই আদালতে পেশ করা হয়েছে। সিবিআইয়ের রিপোর্ট পড়ার পর বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের নির্দেশ,

সিবিআইয়ের রিপোর্ট পড়ার পর বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের নির্দেশ,
‘‘বেআইনি পদ্ধতিতে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের পদত্যাগ করতে হবে। তা না হলে আগামি দিনে আদালত কঠোর ব্যবস্থা নিতে পারে।’’ 

বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই নির্দেশ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে। যাতে যারা বেআইনি ভাবে অর্থ দিয়ে চাকরি পেয়েছেন তাঁরা নিজে থেকেই পদত্যাগ করেন। সময়সীমা নির্ধারণ করে বিচারপতি জানিয়েছেন, এদের মধ্যে কারা নিয়োগপত্র সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের তালিকা স্কুল সার্ভিস কমিশনকে তৈরি করতে হবে ৩ অক্টোবরের মধ্যে। 
"অর্থের বিনিময়ে বেআইনি ভাবে যাঁরা স্কুলের চাকরি পেয়েছেন, তাঁরা নিজে থেকেই ইস্তফা দিন। তা না হলে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। এমনকি, ভবিষ্যতে তাঁরা যাতে কোনও সরকারি চাকরি করতে না পারেন, সে ব্যবস্থাও করবে আদালত।"

বৃহস্পতিবারই অভিজিত গঙ্গোপাধ্যায় পাশে পেলেন আরেক বিচারপতি বিশ্বজিত বসুকে। তাঁর হুঁশিয়ারি, 
"দুর্নীতিবাজদের ফল ভুগতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, আমিও তাতে শামিল হচ্ছি।’’
 
অর্থের বিনিময়ে বেআইনি ভাবে যাঁরা স্কুলের চাকরি পেয়েছেন বলে অভিযোগ, তাঁদের সম্পর্কে বিচারপতি বিশ্বজিত বসুর মন্তব্য, ‘‘এই শিক্ষকেরা সমাজ গড়বেন? ভবিষ্যতে ছাত্ররা শিক্ষকদের দিকে আঙুল তুলবে, জিজ্ঞাসা করবে এঁরা কেমন শিক্ষক?’’  

Tags:

SSC

Supreme court

High Court

ssc scam

ssc scam news

bengal ssc scam

bengal ssc scam news

west bengal ssc scam

ssc scam west bengal

ssc scam case bengal

west bengal ssc scam news

bengal ssc case

teacher recruitment scam in west bengal

west bengal ssc teacher recruitment scam

recruitment scam in west bengal

wb ssc scam probe

Resign

ssc scam in bengal

bought School Jobs

illigal recruitment should Resign

Court will take Action

HC take action

Blank Answer Sheet

OMR Sheet

bengal ssc scam case

west bengal ssc recruitment scam

bengal ssc scam case live

west bengal scam news

babita sarkar ssc scam

omr sheet scandel


আরও খবর


ছবিতে খবর