img

Follow us on

Sunday, Jan 19, 2025

SSC Scam: "ষড়যন্ত্রের শিকার!" পার্থর ইঙ্গিতে তৃণমূল? কান্নায় ভাসলেন অর্পিতা

জোকা ইএসআই-এ SSC দুর্নীতিতে ধৃত পার্থ-অর্পিতা

  2022-07-30 12:05:10

কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখোপাধ্যায়। জোকায় শারিরীক পরীক্ষা করতে নিয়ে যাওয়ার পর গাড়িতেই হাউ হাউ কেঁদে ফেললেন পার্থ ঘনিষ্ঠ মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়।
অ্যা ম্বিয়েন্স

এর আগে কখনও এমন ভেঙে পড়তে দেখা যায়নি অর্পিতাকে। সপ্রতিভ ছিলেন। এমনকি এর আগে তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনেছিলেন মিডিয়ার সামনে। কিন্তু আজ অঝোর কান্নায় ভেঙে পড়া অর্পিতাকে সামলাতে রীতিমত কষ্ট করতে হচ্ছিল কেন্দ্রীয় বাহিনী আর পুলিশ আধিকারিকদের। গাড়ি থেকে নামতে গিয়ে মাটিতে বসে পড়েন অর্পিতা। কোনক্রমে তাঁকে ধরে প্রায় চ্যাংদোলা করে বসানো হয় হুইল চেয়ারে।
অ্যা ম্বিয়েন্স

অন্যদিকে সপ্রতিভ ছিলেন দীর্ঘদিনের ঘাঘু রাজনীতিবিদ। একদা মমতার ডানহাত পার্থ চট্টোপাধ্যায়। দল থেকে সাসপেন্ড এবং মন্ত্রীত্ব থেকে অব্যাহতির পর প্রথমবার মুখ খুললেন তিনি। রীতিমত মুখের মাস্ক সরিয়ে চিৎকার করে জানিয়ে দিলেন তিনি ষড়যন্ত্রের শিকার।
অ্যা ম্বিয়েন্স

কি ষড়যন্ত্র? কারা এই ষড়যন্ত্র করেছে? তাঁর কোন ব্যাখ্যাও আসেনি। বা আসাও হয়তো সম্ভব ছিল না। নিজের দলের ভিতরের ষড়যন্ত্র নাকি বাইরের ষড়যন্ত্র তারও কোন ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে যে ভাবে, ক্যামেরার কাছে এসে, মুখের মাস্ক সরিয়ে, গলা তুলে বক্তব্য জানালেন, তাতে পরিস্কার তিনি আগেই ভেবে এসেছিলেন, এই মেসেজ বাইরে আসুক। 
অ্যা ম্বিয়েন্স

কাকে টার্গেট করলেন পার্থ? এই নিয়ে আজ সারাদিন জল ঘোলা হবেই। তবে টাইমিং অন্য কথা বলছে। গ্রেফতার হওয়ার পর তিনি চেষ্টা চালিয়েছিলেন জেরা থেকে বাঁচতে। অসুস্থতা এসএসকেএম, চেষ্টার ত্রুটি ছিল না। ৪৮ঘণ্টা আগেও যে পার্থ বলেছিলেন, কেন মন্ত্রীত্ব ছাড়ব? দুদিন পর এমন কি হল?

তাঁর থেকেও বড় প্রশ্ন, গতকাল ইডি জেরায় অর্পিতা জানিয়ে দিয়েছেন টাকা দলের। পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে সেই টাকা ছোঁয়ার অধিকার ছিল না তাঁর। সেই দিনই ২৮ জুলাইয়েই দলের পাঁচ-পাঁচটি পদ থেকে সরানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। গেছে মন্ত্রীত্বও। 

মাঝের ৮ দিনে, ইডি তল্লাশির জেরে প্রায় ৫৬ কোটির ক্যাশ উদ্ধার দু দুটি ফ্ল্যাট থেকে। বাকি ফ্ল্যাটগুলোতেও নজর ইডির। যখের ধনের সন্ধানে।  

বাধ্য হয়েই দল হাত তুলে নিয়েছে। তাঁকে সমস্ত পদ থেকে সরিয়ে দিয়েছে। মন্ত্রীত্ব থেকে অব্যাহতি দিয়েছেন দীর্ঘদিনের সঙ্গী মুখ্যমন্ত্রী মমতা। সেই সময়ে এমন মন্তব্য। টাইমিং-এর আঙুল উঠছে দলের ভিতরের একটা অংশের দিকেই। যারা তাঁকে সরাতে চাইছিলেন। তাঁরা কারা?

তাঁর থেকেও বড় প্রশ্ন, যার নির্দেশে সংগঠিত দুর্নীতিকরণ। আঙুল কি তাঁর দিকেই। যিনি ্সারদা কাণ্ডের পর অনায়াসে বলতে পারেন, যা গেছে  তা যাক!

Tags:

Partha Chatterjee

Madhyom

bangla news

Bengali news

bangla news live

bengali news live

Arpita Mukherjee

Partha Chatterjee arrested

ED arrests Partha Chatterjee

partha chatterjee on ssc

Partha

Arpita

arpita mukherjee news

arpita mukherjee ed

arpita mukherjee ed raid

ed raid arpita mukherjee

arpita mukherjee 20 crore rupees

arpita mukherjee tmc

latest news arpita mukherjee

20 crore cash arpita mukherjee

conspiracy

Partha Speaks

Conspiresy Theory

ed's probe on partha chaterjee

tmc on partha chhaterjee

partha chatterjee summoned

arpita mukherjee crying

arpita mukherjee arrested

arpita mukherjee cry


আরও খবর


ছবিতে খবর