img

Follow us on

Sunday, Jan 19, 2025

SSC SCAM : ষড়যন্ত্রের কারিগর কে?

ষড়যন্ত্রের কারিগর কে?

  2022-07-30 09:35:05

মন্ত্রিত্ব থেকে দলের সব পদ খোওয়া যাওয়ার পর এখন তিনি বলছেন ষড়যন্ত্রের শিকার। কিন্তু প্রশ্ন উঠছে, তাঁর ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে যে রাশি রাশি টাকা পাওয়া গেছে, তার উৎস কি তিনি ইডিকে জানাবেন? অর্পিতা জানিয়ে দিয়েছেন, টাকা ফ্ল্যাটে থাকলেও, সেই ঘরে ঢোকার অধিকার তাঁর ছিল না। তাহলে কোন কারণে এভাবে টাকা জমাতেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব? এই দুর্নীতির জাল যে তিনি ছড়িয়েছিলেন, সেটা কার নির্দেশে? তিনি কি নেত্রীর সঙ্গে পরামর্শ না করেই, এভাবে কোটি কোটি টাকার কোষাগার বানাতে শুরু করেছিলেন? পুরো ঘটনার পিছনে আরও বড় দুর্নীতির গন্ধ পাচ্ছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তৃণমূল জানিয়ে দিয়েছে, পুরো ঘটনার দায়-দায়িত্ব পার্থকেই নিতে হবে। তাঁকেই প্রমাণ করতে হবে তিনি নির্দোষ। এখানেই অন্য প্রশ্ন তুলেছে বিজেপি। তাদের দাবি, আদালতের রায়ে তো দোষী প্রমাণিত আর এক মন্ত্রী পরেশ অধিকারী। তিনি যে দুর্নীতির আশ্রয় নিয়ে নিজের মেয়েকে স্কুলে চাকরিতে ঢুকিয়ে দিয়েছিলেন, তা তো স্পষ্ট হয়ে গেছে। তাহলে এখনও কী করে তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর চেয়ার আঁকড়ে থাকেন? এনিয়েই টুইট করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পরেশ অধিকারীকে কবে মন্ত্রিত্ব থেকে মুখ্যমন্ত্রী ছেঁটে ফেলবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একই প্রশ্ন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর। ট্যুইট বার্তায় তিনি লিখেছেন, এসএসসি কেলেঙ্কারির শিকড় এত গভীরে যে কলকাতা হাইকোর্ট শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বেআইনি নিয়োগ বাতিল করেছিল। কেন তাঁকে মন্ত্রিপদ থেকে বরখাস্ত করা হবে না? মমতা ব্যানার্জি কি এর ব্যাখ্যা দেবেন? প্রশ্ন মালব্যর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, দলের নির্দেশেই টাকা জড়ো করতেন পার্থ। ফলে, রাজ্যে শিক্ষা ব্যাবস্থা পুরোপুরি ভেঙে দেওয়ার পিছনে পার্থর সঙ্গেই নাম উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও। মুখ্যমন্ত্রী হয়েও কেন তিনি কোনও ব্যবস্থা নেননি বা এখনও নিচ্ছেন না, তা নিয়েই সন্দেহ প্রকাশ করছে বিরোধীরা। 

Tags:

Partha Chatterjee

West Bengal news

Mamata Banerjee

Kolkata news

Amit Malviya

Enforcement Directorate

Sukanta Majumdar

ED

SSC Recruitment

Teacher Recruitment scam

School Service Commission

ssc scam

suvendu adhikary

bengal ssc scam

bengal ssc scam news

Arpita Mukherjee

Bengal Minister Partha

mamata on ssc scam

partha ssc scam

Partha Arpita ED custody

victim of conspiracy

ssc scam west bengal

bengal ssc scam update

bengal teacher recruitment scam

ssc scam case bengal

west bengal ssc scam news

bengal ssc case

wbssc scam

teachers recruitment scam case