img

Follow us on

Friday, Nov 22, 2024

Malda: স্কুলে লাঠি হাতে ছাত্র শিক্ষক যুদ্ধ!

স্কুলে লাঠি হাতে ছাত্র শিক্ষক যুদ্ধ!

  2023-02-16 22:49:07

ছবিটা দেখছেন!না, এটা কোনও রাজনৈতিক খণ্ডযুদ্ধ নয়। এটা একটা স্কুলের ছবি। সেখানে আবার লাঠি খেলা হচ্ছে বলে ভুল ভাববেন না। চলছে ছাত্র শিক্ষক মারপিট। লাঠি হাতে ছাত্র শিক্ষক খণ্ডযুদ্ধ। হ্যাঁ, এই অভাবনীয় ঘটনাই ঘটেছে মালদায়। সেখানে রতুয়া ২ নম্বর ব্লকের সম্বলপুর হাইস্কুলে এই রণংদেহী পরিস্থিতি। দু পক্ষের লড়াইয়ে আহত ২ শিক্ষক ও ৩ ছাত্র। আরও অনেকের অল্পবিস্তর চোট লেগেছে। 

ঘটনার সূত্রপাত স্কুলের মাধ্য়মিক পরীক্ষার্থীদের ফেয়ারওয়েল দেওয়াকে ঘিরে। পড়ুয়াদের অভিযোগ, মাধ্য়মিক পরীক্ষার্থীদের জন্য ফেয়ারওয়েল অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তার জন্য পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র পিছু ৬০ টাকা করে নেওয়া হয়েছে। কিন্তু আচমকাই তা বাতিল হয়ে যায়। গতকাল স্কুল কর্তৃপক্ষ জানায়, কোনওরকম ফেয়ারওয়েল অনুষ্ঠান হবে না। সেকারণে ক্ষোভে ফেটে পড়ে ছাত্ররা। পরিস্থিতি গুরুতর আকার ধারণ করে। শুরু হয় লাঠি হাতে খণ্ডযুদ্ধ। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় পুকুরিয়া থানার পুলিশকে। 

গোটা ছবি দেখে চিন্তায় রাজ্যের অভিভাবক বৃন্দ। চিন্তায় গোটা সমাজ। মমতা সরকারের আমলে শিক্ষার হাল কোথায় নেমেছে, তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক মহলও। যে শিক্ষাঙ্গন সমাজের ভবিষ্যৎ গড়ে দেয়, সেখানে ছাত্র শিক্ষক লড়াই রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এরমধ্যেই কেলেঙ্কারির ধাক্কায় সামনে এসেছে ভুয়ো শিক্ষকদের কথা। টাকার বিনিময়ে চলেছে চাকরি কেনাবেচা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠের ঘর থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা। জেলে গেছে পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান থেকে শীর্ষ পদের বহু আধিকারিক।  জলাঞ্জলি গেছে রাজ্যের শিক্ষা। এরপর এবার এই ছবি। ছবিই বলে দিচ্ছে, ছাত্র শিক্ষক সম্পর্ক কোথায় পৌঁছেছে। এই ঘটনা গোটা রাজ্যের কাছে যেমন লজ্জার তেমনি উদ্বেগেরও। বিরোধীরা বলছে,মমতা সরকারের আমলে যে বিষবৃক্ষ দিনে দিনে তৈরি হয়েছে, এখন তারই ফলভোগ করতে হচ্ছে গোটা সমাজকে।

Tags:

Malda

school

malda news today

sambalpur anchal high school

malda sambalpur high school

sambalpur anchal high school malda

sambalpur high school

malda school

viral video sambalpur

school fight

student vs teacher

student vs gurukul

student teacher fight

Ratua block 11

ratua

ratua teacher student fight

ratua student teacher fight


আরও খবর


ছবিতে খবর