img

Follow us on

Wednesday, Jan 22, 2025

Suvendu Adhikari: রাজ্যপালের শপথেও শাসকের নিকৃষ্ট রাজনীতি? 

রাজ্যপালের শপথেও শাসকের নিকৃষ্ট রাজনীতি? 

  2022-11-23 19:11:50

পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) শপথ গ্রহণ অনুষ্ঠানের (sworn in ceremony) দিনও শাসকের (Mamata Banerjee government) বিরুদ্ধে নিকৃষ্ট রাজনীতির (narrow politics) অভিযোগ। আর এই অভিযোগে, অনুষ্ঠানে গরহাজির (skips) থাকলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। টুইট করে তৎক্ষণাৎ তিনি তাঁর অবস্থান জানান। তুলে ধরেন সরকারের নিম্নরুচির কথা। সেখানে দেখা যায়, তাঁর বসার (seating allotment) নির্দিষ্ট হয়েছে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া দুই বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও বিশ্বজিৎ দাসের পাশে। শুভেন্দুর অভিযোগ, এটা নিকৃষ্ট রাজনীতির নিদর্শন। নন্দীগ্রামে হারের জ্বালা সহ্য করতে না পেরেই এভাবে গায়ের জ্বালা মেটাতে চাইছেন মুখ্যমন্ত্রী। 

দলবদলু বিধায়করা কীভাবে এই অনুষ্ঠানে ডাক পেলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু।  শপথ গ্রহণ অনুষ্ঠানে না থাকলেও, দুপুরেই রাজ্যপালের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। রাজভবন থেকে বেরিয়ে সরকারের স্বরূপ তুলে ধরেন বিরোধী দলনেতা। রাজ্য যাতে তোষণের পথ ছেড়ে বিকাশের পথে হাঁটে, আইনের শাসন কায়েম হয়, তার জন্য রাজ্যপালের কাছে আর্জি জানিয়েছেন শুভেন্দু।

নন্দীগ্রামে হারার পর থেকেই নানা অজুহাতে বিরোধাী দলনেতাকে হেনস্থা করার চেষ্টা করে যাচ্ছে প্রশাসন। দায়ের করা হচ্ছে একাধিক মামলা। আদালতের রক্ষাকবচ নিয়েই লড়াই চালিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তবে রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলনেতার আসন ঘিরে যে ছবি সামনে এল, তা নবান্নের হতশ্রী চেহারাকেই সামনে আনল বলে সরব হয়েছেন বিরোধীরা। 
  

 

Tags:

Mamata Banerjee

Suvendu Adhikari

Oath Ceremony

suvendu adhikari news

suvendu adhikari bjp

suvendu adhikari latest news

suvendu adhikari news today

suvendu adhikari mla

CV Anand Bose

New governor

opposition leader suvendu adhikari

suvendu on mamata

suvendu attack mamata

bengal governor sworn in ceremony

suvendu skips oath taking ceremony

suvendu skips c v anand bose oath taking ceremony

narrow politics of Mamata Banerjee


আরও খবর


ছবিতে খবর