এগরায় শুভেন্দু, ঘিরে ধরে কান্না স্বজনহারা পরিজনদের
বারবার বেআইনি কারখানায় বিস্ফোরণ, মৃত্যু। তবুও পুলিশকে টাকা দিয়ে বহাল তবিয়তে চলতো সেই কারখানা। পুলিশ যে টাকা তুলত, তা আইসিকে সাসপেন্ড করে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এভাবে যে মানুষের ক্ষোভ চাপা দেওয়া যায় না, তা ফুটে উঠল এদিনের ছবিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে কান্নায় ভেঙে পড়ল এগরার স্বজন হারাদের পরিবার। মৃতদের পরিজনদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিজেপি। ঘটনার দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
স্থানীয়রা জানিয়েছেন, যার কারখানায় বিস্ফোরণ হয়েছে, সেই ভানু বাগ ২০১৩ সালে পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী ছিলেন। ২০১৮ সালে তাঁর বৌমা প্রার্থী হন। একদিকে পুলিশ, অন্যদিকে শাসক দলের আনুগত্য, সবকিছুকে হাতিয়ার করেই এলাকায় কেউকেটা হয়ে ওঠেন ভানু। কয়েক বছর আগে পুলিশ তাঁকে গ্রেফতার করলেও, সেটাও ছিল সাজানো। সব বেআইনি কাজই স্বচ্ছন্দে চলত পুলিশকে টাকা দিয়ে। এলাকার মানুষ তাই ফুঁসছেন। শুভেন্দুর অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে বোমা সরবরাহের জন্য এই কারখানা তৈরি হয়েছিল।
শাসকের বিরুদ্ধে এলাকার মানুষ যে কতটা রেগে আছে, তা টের পেয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। এলাকায় পৌঁছেই চোর চোর ধ্বনি শুনতে হয়েছে মানস ভুঁইয়া, দোলা সেনদের।
অভিযুক্ত ভানু বাগ এখনও পলাতক। ঘটনার পরই বাইকে চেপে ওড়িশার দিকে পালিয়েছেন তিনি। ঘটনার তদন্তে খাদিকুল গ্রামে পৌঁছেছে সিআইডি। তবে গ্রামের মানুষ চাইছে প্রতিকার। পুলিশের মদতে একটা বেআইনি কারখানা কীভাবে দিনের পর দিন চালু থাকতে পারে, মুখ্য়মন্ত্রীর কাছে সেই জবাবই চাইছে গোটা এগরা।
Tags:
Mamata Banerjee
bomb blast
Sukanta Majumdar
blast
mamata banerjee drama
bomb blast news
bomb blast news today
west bengal bomb blast
bomb blast in west bengal
bjp sukanta majumdar
bengal bomb blast news
egra
egra blast news
egra bomb blast
egra bomb blast news
egra news
egra latest news
egra news latest
khadikul bomb blast news update
egra news today
egra latest news today
egra death
nia on egra blast
bomb blasts
mamata on egra blast
sukanta majumdar egra blast
egra blast
egra blast today
suvendu at egra
sukanta at shantipur
mamata banerjees resignation demand
suvendu adhikari egra visit
police minister resignation demand