img

Follow us on

Wednesday, Nov 27, 2024

BJP : রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীর আচার্য হওয়ার উদ্যোগে কী বললেন শুভেন্দু?

রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীর আচার্য হওয়ার উদ্যোগে কী বললেন শুভেন্দু?

  2022-06-15 19:37:01

রাজ্য জুড়ে একের পর এক বেনিয়ম নিয়ে বিধানসভা প্রাঙ্গনে সোচ্চার বিজেপি। সোচ্চার বিধায়কদের বিধানসভায় ঢুকতে না দেওয়া নিয়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি বলেন, সাসপেন্ড করতে করতে যদি একজন বিধায়ককেও ঢুকতে দেওয়া হয়,তাহলে বিধানসভার অধিবেশনে মানুষের জন্য সোচ্চার হবে বিজেপি। রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে যেভাবে সরকারি বিশ্ববিদ্যালয়ে আচার্য পদে বসানোর জন্য বিল আনা হয়েছে, তারও বিরোধিতা করে বিজেপি। শুভেন্দু বলেন, বিশ্ববিদ্যালয়গুলি রাজনীতির আখড়ায় পরিণত হয়েছে। এই বিল যাতে রাজ্যপাল অনুমোদন না করেন, তার জন্য দরবার করবেন তাঁরা। শুভেন্দুর কটাক্ষ, যিনি নিজের ডিগ্রি জাল করেন, তাঁকে কীভাবে আচার্য পদে মেনে নেওয়া যায়?  

 

 

Tags:

CM Mamata

Suvendu Adhikari

WB Assembly

WB Governor


আরও খবর


ছবিতে খবর