ভোট পরবর্তী হিংসা নিয়ে শুভেন্দুর তোপে মমতা
ভোট পরবর্তী হিংসার কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুতপ্ত হবেন আশা করি না, কিন্তু গোটা ঘটনা অস্বীকার করার মত অসংবেদনশীল বা নিষ্ঠুর বলেও ভাবিনি। ট্যুইটে তোপ রাজ্যের বিরোধী দলনেতার। সোমবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে ভোট পরবর্তী হিংসার ঘটনাকে স্রেফ অস্বীকার করেন মুখ্যমন্ত্রী। বলেন সবটাই নাকি সংবাদ মাধ্যমের সাজানো ঘটনা। রাজ্যের বিরোধী নেতা সেই পুরো বক্তব্যই তুলে ধরেছেন নিজের ট্যুইটে। সঙ্গে জুড়েছেন, ভোট পরবর্তী হিংসার ঘটনার ছবি যা সেই সময়ের বিভিন্ন সংবাদ মাধ্যম দেখিয়েছিল।
রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অভিযোগ ভোটের পরের শাসক দলের পক্ষ থেকে রাজনৈতিক হিংসার ঘটনায় শতাধিক বিজেপি কর্মী মারা গেছেন। প্রকাশ্যে হেনস্থা করা হয়েছে বিজেপি কর্মী সমর্থক নেতাদের। সমস্ত ঘটনা অস্বীকার করে আক্রান্ত পরিবারগুলিকে আরও যন্ত্রণার পথে ঠেলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
ট্যুইটের শুরুতেই সেই আয়নার কথা বলেছেন বিরোধী দলনেতা। যা সত্যকে মিথ্যা বলে দেখায়।