WhatsApp_Image_2023-04-20_at_2137.07
(শুভেন্দু ত্যুইট)
"ইয়ে ডর মুঝে অচ্ছা লাগা!"
গতকালের ট্যুইটের পর আজ রীতিমত সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর ল্যান্ড লাইনের তথ্য প্রকাশ করলেই দুধ-কা দুধ, পানি কা পানি হয়ে যাবে।
তৃণমূলের জাতীয় দলের মর্যাদা রক্ষা করতে অমিত শাহকে ফোন মুখ্যমন্ত্রীর। বিরোধী দলনেতার এই অভিযোগ সম্প্রচারে চটেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নবান্নের সাংবাদিক বৈঠক থেকেই জানিয়েছিলেন, কেন তাঁকে জিজ্ঞাসা করা না করে সম্প্রচার হয়েছে?
সত্যিই ভারী অন্যায় করেছেন সংবাদ মাধ্যম। বিরোধী দলনেতার দাবির প্রচার করে। আরও অন্যায় মুখ্যমন্ত্রীর দফতর থেকে বিনা যাচাইয়ে প্রচার করে। আসলে বোঝাই যাচ্ছে, জাতীয় দলের মর্যাদা হারিয়ে চাপে তৃণমূল।
মাননীয়া জানিয়ে দিলেন গায়ের জোরে হলেও অল ইণ্ডিয়া তাঁর দলের নামের আগে থাকবে! থাকুক। কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছে মর্যাদা স্থানীয় দলেরই থাকবে। কমিশনের চিঠি দেখিয়ে জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা।
তবে আসল সত্য হল, ২০১৬ সালেও জাতীয় দল ছিল না তৃণমূল। আজো জাতীয় দল নয়। ২০১৬ সালে তৃণমূলকে চিঠি দিয়ে কমিশন জানতে চেয়েছিল কেন জান্তীয় দল না হয়েও "অল ইন্ডিয়া" শব্দবন্ধ লিখছেন দলের আগে। আর তৃণমূলের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল, অন্তত ২০২৪ সাল পর্যন্ত ঐ নাম ব্যবহারের অনুমতি দেওয়া হোক। তারমধ্যে তৃণমূল জাতীয় দল হওয়ার চেষ্টা করবে।
পারেননি। গোয়া মেঘালয় ত্রিপুরায় ভোটে লড়তে, রিজিওনাল আর কংগ্রেস দল ভাঙিয়েও বাড়েনি দল তৃণমূল। বরং লাভের লাভ শূন্য। ফলে জাতীয় নির্বাচন কমিশন খারিজ করেছে তৃণমূলের আবেদন।
রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর পিছনেও রয়েছে টাকার গন্ধ!। জাতীয় দল হলে জাতীয় কর্পোরেটের কাছ থেকে ভোটে লড়ার টাকা তোলার সম্ভাবনা বাড়ে। অর্থাৎ ইলেকশন ফান্ডিং বাড়ে। সেই আমদানি এবার বন্ধ হয়ে যাওয়ার মুখে। সেই কারণে চটেছেন মুখ্যমন্ত্রী মমতা।
Tags:
Mamata Banerjee
CM Mamata
Madhyom
Suvendu Adhikari
CM Mamata Banerjee
bangla news
Bengali news
Leader Of opposition
mamata banerjee latest news
mamata banerjee news
suvendu vs mamata
suvendu adhikari news
suvendu adhikari vs mamata banerjee
mamata banerjee today speech
suvendu adhikari slams mamata banerjee
mamata vs suvendu
leader of opposition bengal
bengal leader of opposition
suvendu slam mamata
mamata banerjee slams suvendu adhikari
mamata banerjee challenge suvendu
mamata slam suvendu
mamata banerjee press conference