img

Follow us on

Saturday, Jan 18, 2025

Suvendu Slams Mamata: হিঙ্গলগঞ্জে কার ভাবমূর্তি গড়তে হয়রানির মুখে IAS অফিসার?

হিঙ্গলগঞ্জে কার ভাবমূর্তি গড়তে হয়রানির মুখে IAS অফিসার?

  2022-11-29 23:27:18

সামনে পঞ্চায়েত ভোট। আর তাই হিঙ্গলগঞ্জে নাটক করছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইমেজ তৈরি করছেন নির্বাচনের আগে।

চলুন একঝলক দেখে নি ঠিক কি হয়েছিল আজ হিঙ্গলগঙ্গেঃ

এর আগে অবশ্য অনেক ধমক ধামক হয়েছে মঞ্চে। এমন হাবভাব যেন মুখ্যমন্ত্রী কিছুই জানতেন না। সব দোষ শরদ দ্বিবেদির। হাততালিও পেয়েছেন দেদার।

বিরোধী দলনেতা বলেন ের আগেও বহুবার মুখ্যমন্ত্রী নিজের ইমেজ তৈরি করতে নানা কৌশল করে মানুষকে ভুল বুঝিয়েছেন। একদফা দেখেনি মমতার অতীত নাটক।
গত বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে নিজের গাড়ির দরজায় তাঁর পায়ে লাগে। ব্যাস সোজা হাসপাতালে ভর্তি। পায়ে জড়িয়ে নিলেন প্লাস্টার ঐ নিয়েই হুইল চেয়ারে চড়ে রাজ্য জুড়ে ভোট প্রচার।

নিজের প্রায় শহীদ ভাবমূর্তি সামনে রেখে ভোট লড়লেন। ভুল বোঝালেন রাজ্যের মানুষকে। রাজ্যে জিতলেও নন্দীগ্রামে হারলেন মমতা। শুভেন্দু আধিকারীর কাছে।

এমন ভাবমূর্তি গড়ার চেষ্টা আগেও করেছেন মমতা। যখন তাঁর সবছবির নীচে সততার প্রতীক লাগানো হচ্ছিল। ঠিক তখন, শিক্ষক নিয়োগের নামে রাজ্যের বেকারদের ভবিষ্যৎ লুঠ করছিলেন পার্থ এন্ড কোম্পানি। বীরভুমে গরু কয়লা পাথর পাচারের রমরমা কারবার ফেদে বসেছিলেন অনুব্রতর দলবল। জঙ্গলমহলে চলছিল জঙ্গল লুঠের কারবার। 

মুখ্যমন্ত্রী হওয়ার আগে বিলিতি চকোলেট আর স্যান্ডউইচ খেয়ে কলকাতা মেট্রো চ্যানেলে অনশনের কথা সবাই জানেন। সেই কবে ৬৩ দিন অনশোন করে আন্দামানে মারা গিয়েছিলেন যতীন দাস, তাঁর সঙ্গে তুলনা চলছিল। 

মুখ্যমন্ত্রীর অনশনের প্রসঙ্গ উল্লেখ করে বিরোধী দলনেতা বলেন, সবটাই নিজের ভাবমূর্তি গড়ার চেষ্টা। আজও হিঙ্গলগঞ্জে সেটাই করেছেন।

তবে বিরোধী হওয়ার আগে তাঁর কেন্দ্রীয় নেতার গাড়ির ওপর নাচ। বেহালায় গলায় চাদর গলিয়ে আত্মহত্যার নাটক। জর্জিয়া বিশ্ববিদ্যালয় নামে অস্তিত্বহীন বিশ্ববিদ্যালয়ের জোচ্চুরির ডক্টরেট ডিগ্রির ব্যবহার। তবে এখন তিনি মুখ্যমন্ত্রী। একাধারে কবি আর্টিস্ট পেইণ্টার গীতিকার সুরকার। বাংলা আকাদেমি পুরস্কার আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট এখন তাঁর করায়ত্ত।

শুভেব্দু অধিকারী বলেন গতনির্বাচনে যাদের যাদের হয়ে প্রচারে গিয়ে নিজের নামে ভোট চেয়েছিলেন তারা সবাই চোর বলে প্রমাণিত। জেলে বন্দী। এখন তিনি তাঁদের চিনছেন না

নির্বাচন ঘোষণা হয়নি বলেই কি মুখ্যমন্ত্রির খয়রাতি আর বিতরণের রাজনীতি শুরু হয়ে গেল? নিজের দানবীর ইমেজ গড়তে? কার টাকায় কে দান করে কে জানে? 

নির্বাচন বড় বালাই।

Tags:

bjp

Mamata Banerjee

CM Mamata

Madhyom

tmc

Suvendu Adhikari

CM Mamata Banerjee

Mamata

bangla news

Bengali news

IAS officer

mamata banerjee latest news

mamata banerjee speech

mamata banerjee news

mamata banerjee news today

suvendu adhikari news

suvendu adhikari vs mamata banerjee

suvendu adhikari bjp

suvendu adhikari latest news

mamata didi

chief minister mamata banerjee

suvendu vs mamata banerjee

mamata vs suvendu

mamata banerjee hingalganj

mamata banerjee vs suvendu adhikari

suvendu adhikari nandigram

mamata banerjee on suvendu adhikari

mamata vs suvendu news

mamata banerjee's image

mamata banerjee breaking news

harassment

harassment on ias officer

officer

suvendu slams mamata

leader of opposition slums CM mamata


আরও খবর


ছবিতে খবর