Ranking-এ নামতে নামতে ৯৮ তম স্থানে!
নামতে নামতে আটানব্বই। আর ,মাত্র দুই কদম বাকি। তাহলেই সেঞ্চুরি অধঃপতনের। কেন্দ্রীয় সরকারের এনআইআরএফ র্যাঙ্কিং-এ ৯৮ তম স্থানে রবীন্দ্রনাথের বিশ্বভারতী। অথচ ২০১৭ সালেও দেশের প্রথম কুড়িটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। তারপর থেকেই দ্রুত নীচের দিকে যাত্রা। গত ৬ বছরে এমন কি ঘটল যার জন্য এমন পতন? আশ্রমিক থেকে শিক্ষক ছাত্রছাত্রী গবেষকরা বলছেন দায়ী কর্তৃপক্ষ। কোন সে কর্তৃপক্ষ যার জন্য এমন অধঃপাত?
২০১৮ সালের অক্টোবরে ভাইস চ্যান্সেলরের দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীকে। রথীন্দ্রনাথ ঠাকুর, ক্ষিতিমোহন সেন, ইন্দিরা দেবী, অম্লান দত্তরা যে চেয়ারে বসেছিলেন, সেই আসন সামলানোর দায়িত্ব পেয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। এখনও তিনিই দায়িত্বে। নাম না করলেও বিশ্ববিদ্যালয়ের সকলের আঙুলই বর্তমান ভিসি-র দিকে।
আশ্রমিকদের অভিযোগ, শিক্ষার পরিবেশ তৈরি করার থেকে বর্তমান কর্তৃপক্ষ বেশি মনোযোগী বিশ্ববিদ্যালয় জুড়ে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে। সেই কারণেই রবীন্দ্রনাথের হাতে গড়া এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানের এমন অধঃপতন। অভিযোগ কার্যত স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন ভিসি। তাঁর মতের বিরোধিতা করলেই কথায় কথায় সাসপেন্ড করা হয় অধ্যাপক, শিক্ষক, ছাত্রছাত্রী, গবেষক আর শিক্ষা কর্মীদের। বিরক্ত প্রবীণ আশ্রমিকও। তাঁদের কটাক্ষ, বাকি দুই ধাপ বাকি থাকে কেন?
বিশ্বভারতীর এই মহাপতনে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গেছে। ২০১৮ থেকে ২০২২ সেশনের ছাত্রছাত্রী গবেষকরা তাঁর শিকার। কমছে গবেষণার সুযোগ। চাকরির সম্ভাবনা।
দায় কার? দায়িত্ব কার? শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাসে কান পাতলেই শোনা যাচ্ছে একটিই নাম। বিদ্যুৎ চমকের মত। সেই নাম কেউ উচ্চারণ করছেন না। কারণ ঐ ভয়ের পরিবেশ। আতঙ্কের পরিসর। সকলেরই বক্তব্য, এই লজ্জার শেষ কোথায়?
শুক্রবার ‘ইন্ডিয়া র্যাঙ্কিং ২০২২' প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সার্বিক র্যাঙ্কিং-এর ভিত্তিতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রথমস্থানে রয়েছে আইআইটি মাদ্রাজ। যদিও এনআইআরএফ-২০২২ অনুযায়ী ইন্ডিয়ান ইন্সটিটিউট সায়েন্স, ব্যাঙ্গালোর দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থানে রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। চতুর্থ স্থানে রয়েছে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়। আগের বছর এই স্থানে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার অষ্টম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয় আছে।
Tags:
Madhyom
bangla news
Bengali news
Trending News
bangla news live
bengali news today
bengali news channel
bengali news live
news bangla
#TMC
news
news channel
news update
nirf ranking 2022
viswa bharati university
shantiniketan viswa bharati university
nirf ranking
viswa bharati vc
vc bidyut chakravarty
chaos at viswa bharati
central government university
viswabharati
PM
Viswa bharati Chancelor
#MamataBanerjee
#ChiefMinisterofWestBengal
#DilipGhosh
#MemberoftheLokSabha
#SuvenduAdhikari
#MukulRoy
#KailashVijayvargiya
#AbhishekBanerjee
#RahulSinha
#JagdeepDhankhar
#RajibBanerjee
#PrashantKishor
#KunalGhosh
#MadanMitra
#AmitShah
#NarendraModi
#SaugataRoy
#SamikBhattacharya
#AllIndiaTrinamoolCongress
#trinamoolcongress
#BharatiyaJanataParty
#bjp
#cpim
#congress