img

Follow us on

Saturday, Jan 18, 2025

Teacher Recruitment: শিক্ষকদের 'চাকরি চাই' শুনেই মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী! 

আসানসোলে দলের কর্মীসভায় হবু শিক্ষকদের বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী

  2022-06-29 20:47:51

 

মুখ্যমন্ত্রীর (CM Mamata) সভায় ফের  যুবতীদের প্ল্যাকার্ড! দাবি পরীক্ষা সফল শিক্ষকদের চাকরি চাই ।

প্রশাসনিক বৈঠক ছিল না। ছিল তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মীসভা। মঞ্চ থেকে জবাব তৃণমূল সুপ্রিমোর, সিপিএম(CPIM) বিজেপির (BJP) চক্রান্ত। আপনাদের উকিলকে বলুন আগে মামলা তুলতে, তবেই মিলবে চাকরি। 

আন্দোলনরত পরীক্ষা সফল চাকরি প্রার্থীদের আইনজীবীর নাম করে কটাক্ষ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরই রীতিমত ঘাড়ধাক্কা দিয়ে সভাস্থল থেকে বার করে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর কাছে চাকরি চাইতে যাওয়া হবু শিক্ষকদের। অনেকে এসেছিলেন মুর্শিদাবাদ থেকে, কেউ কেউ বর্ধমানের বাসিন্দা। যারা গত ৪৭১ দিন চাকরির দাবিতে বসে আছেন গান্ধিমূর্তির নীচে। দাবি একটাই, ঘুষ দিয়ে নয় পরীক্ষা সফলদের চাকরি দিক সরকার। সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও বাধা দেওয়া হয়। বাধা দেন সিভিল ড্রেসে থাকা এসএসবি অফিসাররা।

আন্দোলনরত শিক্ষক চাকরি প্রার্থীদের হয়ে মামলা লড়ছেন আইনজীবি বিকাশ ভট্টাচার্য। তিনিও তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, পরীক্ষা সফলদের চাকরি দেওয়ার ক্ষমতা না থাকলে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী। দু ঘন্টার মধ্যে ১৭হাজার শিক্ষক নিয়োগ করব।

কলকাতা হাইকোর্টের একাধিক রায়ে বার বার রাজ্য সরকারকে, রাজ্যের শিক্ষামন্ত্রীকে শিক্ষা সচিব সহ নিয়োগ কর্তাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অপরাধে রাজ্যজুড়ে ২৬৯ জনের চাকরি গেছে। প্রতি ক্ষেত্রেই নাম জড়িয়েছে একাধিক তৃণমূল কংগ্রেস নেতার নাম। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গতিতে হাইকোর্টের নির্দেশে সরিয়ে দেওয়া হয়েছে পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকেও। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির যাবতীয় দোষ এবং দায় চাপিয়েছেন সচিব মনীশ জৈনের ওপর। সচিবও কোর্টে লিখিত ভাবে জানিয়েছেন, তিনি শুধুমাত্র মন্ত্রীর নির্দেশ পালন করেছেন মাত্র।

ফলে রাজ্যে এখন ওপেন সিক্রেট শিক্ষক নিয়োগে দুর্নীতির হাত সর্বোচ্চ স্তরে পৌছেছে। আসানসোলের কর্মী সভা থেকেও মুখ্যমন্ত্রীর দাবি মন্ত্রীসভার বৈঠকে,আরও ৫হাজার পোস্টের অনুমোদন করিয়েছেন তিনি। কিন্তু ঐ ৫০০০ পোষ্টের অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। প্রশ্ন উঠছে দুর্নীতির জন্য যাদের চাকরি গেছে তাঁদের চাকরি পাইয়ে দিতে নতুন পদের সৃষ্টি নয়তো। তাহলে কি ২৬৯ নয় দুর্নীতির পরিসর ৫ হাজারকেও ছাড়িয়ে যেতে পারে?

মুখ্যমন্ত্রীর সভায় হবু শিক্ষকদের দরবার 

Tags:

Partha Chatterjee

Mamata Banerjee

Trinamool Congress

Mamata

West Bengal

Teacher Recruitment

Education minister

Manish Jain

18 primary teachers

ssc hunger strike

Bikash Bhattacharya

bikash ranjan bhattacharya

lawyer bikash bhattacharya

bikash bhattacharjee

mamata banerjee on bikashranjan bhattachrya

#bikasbhattacharya

teacher agitation

education seretory


আরও খবর


ছবিতে খবর