পার্থর গলায় রবীন্দ্র-কবিতার লক্ষ্য কে?
বহুদিন বাদে হাসি মুখে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়! নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে সোমবার হাজিরা দিতে নিয়ে আসা হয় আলিপুরে সিবিআইয়ে বিশেষ আদালত চত্বরে। অন্যান্য দিনের মত নয়। আজ তাঁর ঠোঁটে হাসি, গলায় রবীন্দ্র কবিতা। কবিতাতেও ইঙ্গিত স্পষ্ট। নিয়োগ দুর্নীতিতে তাঁর গ্রেফতার। বান্ধবী কলঙ্ক। দফায় দফায় অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। অতীতে এ নিয়ে একাধিকবার অভিযোগ শোনা গেছে পার্থর মুখে। নিজেকে ডিফেন্ড করতে অসুস্থতা ও বয়স উল্লেখ করেও প্রেসিডেন্সি জেলের বাইরে আসতে চেয়েছেন তিনি। কিন্তু আজ একেবারে ফুরফুরে মুডে নিয়োগ দুর্নীতির কিং পিন পার্থ চট্টোপাধ্যায়। মুখে হাসি রসিকতার। গলায় রবীন্দ্রনাথ। গাড়িতে বসেই পার্থ শোনালেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতার দুই লাইন।
তবে এখানেই থামলেন না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বন্দনাও করলেন সুযোগ বুঝে।
গতবছর ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তারপর থেকে পার্থর ঠিকানা প্রেসিডেন্সি জেল। মাঝে ঘটে গেছে অসংখ্য ঘটনা। মন্ত্রীত্ব খুইয়েছেন, সাসপেন্ড হয়েছেন দল থেকে। যে দলে একদা দু নম্বর ছিলেন। নীতি নির্ধারক কমিটির শৃঙ্খলা রক্ষা কমিটির সর্বেসর্বা ছিলেন। মনমরা পার্থ এর আগেও সাংবাদিকদের কাছে তাঁর মনোকষ্ট জানিয়েছেন একাধিকবার। আগামিকাল রবীন্দ্র জয়ন্তী বলেই কি পার্থর মুখে রবীন্দ্র কবিতার অংশ বিশেষ?
কি বার্তা দিতে চাইলেন নিয়োগ দুর্নীতির কিং পিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? কাকে দিলেন বার্তা? মসী অর্থে কালি। চাকরি বিক্রি, দুহাতে চুরি, একাধিক বান্ধবীর সঙ্গের কলঙ্ককেই তিনি কালি বলে উল্লেখ করলেন? প্রায় দশ মাস প্রেসিডেন্সি জেলে কাটানোকেই কি তিনি অগ্নি বলতে চাইলেন? দলকে নাকি নেত্রীকে নাকি জনগণকে বার্তা?
তবে সিবিআই-এর বিশেষ আদালতে পেশ করার পর ফেরার পথে অবশ্য তাঁকে আবার শুনতে হয়েছে চোর ধ্বনি।
স্বভাব ধুরন্ধর পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের সময়েই জানিয়েছিলেন। এই সব টাকা দলের। গ্রেফতারের রাতে ফোন করেছিলেন নেত্রীকেই। তাহলে কি তাঁকেই বার্তা দিলেন? নিয়োগ দুর্নীতির কিং পিন পার্থ হলেও, মাস্টারমাইণ্ড এবং বেনিফিসিয়ারি তো একজনই। বা একটাই পরিবার।
Tags:
Partha Chatterjee
Madhyom
bangla news
Bengali news
Teacher Recruitment
Teacher Recruitment scam
ssc scam
partha chatterjee news
partha chatterjee latest news
partha chatterjee latest
partha chatterjee tmc
partha chatterjee news update
bengal teacher recruitment scam
ssc teacher recruitment scam
Teachers recruitment scam
partha chatterjee minister
poetry of rabindranath tagore
poetry
rabindranath poetry
poetry by rabindranath tagore
poetry recites