শিক্ষকের অভাবে স্কুলে একাদশ-দ্বাদশ শ্রেণিতে ৩ দিন করে ক্লাস মুর্শিদাবাদে
শিক্ষক নিয়োগে দুর্নীতির ফলে রাজ্যে শিক্ষা ব্যবস্থার কী করুণ দশা সেই ছবি দেখাব আপনাদের। এটা মুর্শিদাবাদের অর্জুনপুর উচ্চমাধ্যমিক স্কুল। এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট পড়ুয়ার সংখ্যা প্রায় ৯ হাজার। রাজ্যের অন্য়তম বড় এই স্কুলে আগে দুটি ভাগে ক্লাস হতো। কিন্তু সম্প্রতি উৎসশ্রী ট্রান্সফারের ফলে ৪৬ জন শিক্ষক বদলি হয়ে গেছেন। ফলে শিক্ষকের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬২তে। এর ফলে পঠন পাঠন শিকেয় উঠেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে একাদশ-দ্বাদশ শ্রেণিতে। ফলে স্কুল কর্তৃপক্ষ বাধ্য হয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে তিনদিন ক্লাসের নোটিস জারি করেছে। ইলেভেনের ক্লাস হচ্ছে মঙ্গল, বৃহষ্পতি, শনি। আর টুয়েলভের ক্লাস হচ্ছে সোম, বুধ, শুক্র। সপ্তাহে মাত্র তিন দিন ক্লাসের ফলে সিলেবাস কীভাবে শেষ হবে? এই প্রশ্ন চিন্তায় ফেলেছে ছাত্র-ছাত্রীদের। সমস্যা যে হচ্ছে তা মেনে নিচ্ছেন শিক্ষকরাও। কিন্তু তাঁরা বলছেন,যা পরিস্থিতি, তাতে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষা ক্ষেত্রে চরম নৈরাজ্যের সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস। কোথাও শিক্ষক নেই। কোথাও স্কুল দেখভালের লোক নেই। সবকিছুই চলছে গয়ংগচ্ছ মনোভাব নিয়ে। এসএসসি কেলেঙ্কারির ফলে শিক্ষক নিয়োগও আটকে আছে। এদিকে মিলেছে বদলির ছাড়পত্র। ফলে পড়ুয়ারা সমস্যায় পড়ছে। সমস্যায় পড়ছে আগামী প্রজন্ম। আর কেলেঙ্কারির স্তূপে ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে প্রশাসন তথা গোটা সরকার।