শাসকের টেন্ডার দুর্নীতি,মালদায় পঞ্চায়েতে তালা!
শাসকের টেন্ডার দুর্নীতির অভিযোগ। তালা পড়ল মালদায় পঞ্চায়েত দফতরে। ঘটনার জেরে উত্তপ্ত চাঁচল ২ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত গৌরহন্ড গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, গ্রাম প্রধান ডলি দাস রাতের অন্ধকারে আত্মীয় স্বজনদের টেন্ডার পাইয়ে দিয়েছেন। টেন্ডারের শেষ দিনে পঞ্চায়েত দফতরে একবার এসেই চলে গেছেন প্রধান। নিয়ম মেনে সময়ের মধ্যে যেসব ঠিকাদার এসেছিলেন, তাঁদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বারবার এধরনের ঘটনা ঘটায় ক্ষোভে ফেটে পড়েছেন ঠিকাদারদের একাংশ। টেন্ডার বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা।
ঘটনায় সুর চড়িয়েছে বিজেপিও। মালদা জেলা যুব মোর্চার সহসভাপতি অয়ন রায় কটাক্ষ করে বলেন,দুর্নীতি আর স্বজনপোষণ ছাড়া তৃণমূল অক্সিজেন নিতে পারেনা।এটাই তাদের বাঁচার একমাত্র উপায়। যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন চাঁচল-২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আব্দুল হাই। তাঁর দাবি, দু এক জায়গায় গণ্ডগোল হতে পারে। তার তদন্ত করে দেখবে দল। তারপর দরকার হলে ব্যবস্থা নেবে। স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বাভাবিক ভাবেই মানতে চাননি প্রধানের স্বামী।
ঘটনায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছেন বিডিও দিব্যজ্যোতি দাস। তবে এলাকা জুড়ে পঞ্চায়েত স্তরে একের পর এক দুর্নীতি সামনে আসার পর, তিতিবিরক্ত সাধারণ মানুষও। তাদের অভিযোগ,টাকা চুরি আর স্বজন পোষণই এখন