img

Follow us on

Saturday, Jan 18, 2025

TET Scam: ১৫ বছরে টিনের চাল থেকে কোটিপতি মানিক ঘনিষ্ঠ তাপস

১৫ বছরে টিনের চাল থেকে কোটিপতি মানিক ঘনিষ্ঠ তাপস

  2022-10-21 19:16:04

একেবারে হীরে মানিক জুটি। 

মানিক ভট্টাচার্যের মতই জানিয়েছিলেন বৃহস্পতিবার ইডি জেরায় হাজির থাকবেন না। 

অনড় ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে তাপস মণ্ডলকে আসতেই হলো। 

প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের যথার্থ জুড়িদার বারাসতের তাপস মণ্ডল। একেবারে মাসতুতো ভাই যেন। ঠিক যেমন পার্থ-মানিক জুটি। এবার ইডি নজরে বারাসতের তাপস মণ্ডল। 

প্রাথমিক টেট দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তিনি। 

তাপসকে জিজ্ঞাসাবাদ করে কী তথ্য পাওয়া যায়, তার উপর অনেকটা নির্ভর করছে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ইডি তদন্তের গতিপ্রকৃতি। তাপসকে জিজ্ঞাসাবাদ করে কী তথ্য পাওয়া যায় সেদিকেই এখন নজর সকলের। প্রয়োজনে মানিক-তাপসকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে ইডি। 

কিন্তু কে এই তাপস মণ্ডল? কী ভাবে নিয়োগ ‘দুর্নীতি’ নাম জড়াল তাঁর?

তাপস মণ্ডলের আসল বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া হরেকৃষ্ণপুর গ্রামে। এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে তাপস। 

২০০৭ নাগাদ চলে আসেন বারাসতে। পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে কাঠোর রোডের দেবীপুরে, একটি টিনের চালাঘরে স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে থাকতে শুরু করেন তাপস মণ্ডল। ২০১১ সালে ঐ টিনের বাড়ির অদূরেই কামাখ্যা বালক আশ্রমের পাশে জমি কিনে একটা দোতলা বাড়ি তৈরি করেন।  কিন্তু প্রতিবেশিরা কেউই জানতেন না তাপসের আসল পেশা কি? গত শনিবার, ১৫ অক্টোবর, ইডি প্রায় ১১ ঘণ্টা তল্লাশি চালায় তাপসের বাড়িতে। উদ্ধার হয় প্রচুর নথি। আর্থিক প্রতারণার অভিযোগে এর আগেও এক বার গ্রেফতার হয়েছিলেন তাপস।

বর্তমানে তাপস একাধিক ট্রাস্ট চালান। সেই ট্রাস্টের অধীনে রয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে মূল প্রতিষ্ঠানটি রয়েছে মহিষবাথানে। সেখানেই প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিকের সঙ্গে ঘনিষ্ঠতার শুরু বলে খবর। বারাসত ছাড়াও, নিউটাউনের মহিষবাথান ও কলেজ স্কোয়ারে তাপস মণ্ডলের দু’টি অফিসেও চলে ইডি তল্লাশি। সব জায়গায় শিক্ষক প্রশিক্ষণের ক্লাস নেওয়া হতো বলে খবর। ইডি’র অভিযোগ, কেন্দ্রগুলি তৈরির ব্যাপারে তাপসবাবুকে সম্পূর্ণ মদত জোগান মানিক ভট্টাচার্য্য নিজেই। সেই সংক্রান্ত তথ্যের খোঁজে তাপসকে হাজিরার নির্দেশ দেয় ইডি।

তিনটি বিএড কলেজ ছাড়াও, তাপসের সংস্থা ‘মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি’ও ইডির আতশকাচের নীচে। এই সংস্থার অধীনে ছয় থেকে সাতটি পলিটেকনিক এবং আইটিআই কলেজ রয়েছে বলে জানিয়েছে ইডি। সূত্রের খবর, মানিক-পুত্র শৌভিক ভট্টাচার্যের সংস্থার সঙ্গে ৫৩০টি বেসরকারি বিএড, ডিএলএড কলেজের মানোন্নয়নের জন্য যে ২.৬৪ কোটি টাকার চুক্তি হয়েছিল, সেই সম্পর্কেও তাপসের কাছ থেকে জানতে চাওয়া হয়। এ ছাড়াও খতিয়ে দেখা হবে  নিয়োগের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের যোগসূত্র। ‘বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনে’ তাপসের কী ভূমিকা ছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

বারাসতের বালক আশ্রমের পাশে একটি বাড়িতে থাকেন তাপস। সূত্রের খবর, ২০১২ সালে বারাসতের কামাখ্যা বালক আশ্রমের ডিএলএড কলেজের সঙ্গেও যুক্ত হন আশ্রমের কলেজের কার্যকারী সভাপতি পদে থাকা তাপস। ওই আশ্রমের কর্ণধার মাধব ভট্টাচার্যের কথায়, ‘‘তাপস মণ্ডল একজন শিক্ষাবিদ এবং স্বর্ণপদক প্রাপ্ত।’’ তবে কীসে স্বর্ণপদক পেয়েছিলেন জানেন না কেউই। তবে স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষাবিদ এই পরিচয়টুকুই ছিল তাঁর কাছে। সেটাও জালিয়াতি কিনা খোঁজ করা হবে তাও।

রাজ্য ডিএলএড কলেজ ইউনিয়নের সভাপতি ছিলেন তাপস। এ ছাড়া, ‘অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশন’ এরও সভাপতি ছিলেন। ইডির অভিযোগ, চাকরি দেওয়ার নামে অনেক চাকরিপ্রার্থীর কাছে টাকা নিয়েছেন তাপস। এমনকি, উচ্চপ্রাথমিকে চাকরি দেবেন বলেও অনেকের কাছ থেকে ‘অগ্রিম’ টাকা নিয়েছেন। কিন্তু সেই প্যানেল তৈরি না হওয়ার কারণে চাকরি দিতে পারেননি বলে অভিযোগ।

সম্প্রতি নিয়ম-বহির্ভূত ভাবে নিয়োগের অভিযোগে হাই কোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষকের চাকরি খুইয়েছেন তাপসের ভ্রাতৃবধূ পারমিতা মণ্ডল। এই পারমিতার নামে আবার রয়েছে পাতন্দা গ্রামে টিচার্স ট্রেনিং কলেজ। পারমিতার স্বামী, তাপসের ভাই বিভাস সেটির দেখাশোনা করেন বলে খবর।

 

Tags:

ssc scam

Primary TET Scam

TET SCAM

Manik Bhattacharya

ssc scam news update

Recruitment scam

tet scam protest

manik bhattachrya

tet scam news

manik bhattacharya ed

tetscam

exam scam

tet exam scam

tet scam update

bengal tet scam

tet scam updates

tet exam scam case

tet exam scam news

tet paper exam scam

tet exam paper scam

manik bhattacharya news

manik bhattacharya sacked

manik bhattacharya arrested

manik bhattacharya primary

manik bhattacharya tet scam

Tapas Mondal

tet scam latest news

tet scam news update

west bengal tet scam

latest tet scam news

millionaire

how to become a millionaire

a millionaire

self-made millionaire

tapas pal bangla movie

manik bhattacharya news update

manik bhattacharya latest news

ed arrested manik bhattacharya

sagarika mondal

manik bhattachatya

tapas manik

ed summons tapas mondal

manik bhattacharya speech

tapas mondal controversy

tapas mondal viral photos


আরও খবর


ছবিতে খবর