mitali_rxpress
ছাপান্ন বছর পর শুরু হল মৈত্রী যোগাযোগ। বন্ধুত্ব ছিলই। তবু প্রায় ৫৬ বছর সময় লাগল ফের উত্তরবঙ্গ-বাংলাদেশ রেল যাতায়াতের। একাত্তরের যুদ্ধের সময় থেকেই বন্ধ ছিল রেলপথ। অবশেষে উত্তরবঙ্গ ও বাংলাদেশ জুড়ল মিতালি এক্সপ্রেসের হাত ধরে। এখন থেকে সপ্তাহে দুদিন এনজেপি-ঢাকা চলবে মিতালী এক্সপ্রেস।
উদ্বোধনী অনুষ্ঠানে দুই প্রান্তে ছিলেন দু'দেশের রেলমন্ত্রী। একদিকে দিল্লির রেল ভবন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। অন্যদিকে বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম। নিউ জলপাইগুড়ি স্টেশনে সবুজ সংকেত দেন সাংসদ জয়ন্ত রায় ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের পর ভারত ও বাংলাদেশ সরাসরি রেল যোগাযোগের তৃতীয় ট্রেন এই মিতালি এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে RPF-BSF এসকর্ট করে পৌছে দেয় সীমান্তে। সেখান থেকে ঢাকা পর্যন্ত মিতালীর দায়িত্ব বিডিআর-এর।